TMC Leader Joins BJP: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে যোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের - পঞ্চায়েত প্রধান
🎬 Watch Now: Feature Video
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 2 নম্বর পঞ্চায়েত প্রধান ডালটন রায় তৃণমূল থেকে বিজেপি যোগদান করলেন। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিপাকে পরেন ডালটন। তাই এবার বিজেপিতে 'ঘরওয়াপসি' হল তাঁর। পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরের ছেলে ঘরে ফেরায় খুশির হাওয়া বিজেপি শিবিরে। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, তৃণমূলে কোনও ভদ্র মানুষ থাকতে পারবে না। তাই তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন। ডালটনের সঙ্গে কিছুজনও বিজেপিতে যোগ দিয়েছেন।
তাঁর কথায়, "আগামীতে খারিজা বেরুবাড়িতে সভা করে আরও যোগদান কর্মসূচি করানো হবে। সবাইকে স্বাগত জানানো হবে ৷" অন্যদিকে সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 2 নম্বর পঞ্চায়েতের প্রধান ডালটন রায় বলেন, "তৃণমূল কংগ্রেসে থেকে আমি গ্রামপঞ্চায়েত চালাতে পারছিলাম না। আমি মাঝখানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম। কিন্তু আমি কাজ করতে পারছিলাম না। তাই বিজেপিতে যোগ দিলাম। এই বোর্ডকে নিয়ে চলা মুশকিল। আগামিদিনে খারিজা বেরুবাড়িতে বিজেপির হাত শক্ত করার জন্য বিজেপিতে যোগ দিলাম। শাসকদলের মাদার কমিটির সঙ্গে শাখা সংগঠন এসটি, এসসি সেলের গণ্ডগোল বেশি।"