Leopard Lurked in House: ভয়ে কাঁপছে চিতাবাঘ! 26 ঘণ্টা ধরে লুকিয়ে বাড়িতে, কিন্তু কেন? দেখুন ভিডিয়ো - চিতাবাঘ
🎬 Watch Now: Feature Video
Published : Nov 13, 2023, 10:54 PM IST
ভয়ের চোটে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে গৃহস্থের ঘরে ঠাঁই নিতে হল চিতাবাঘকে। ভয়ে থরহরি কম্প সে ৷ এমন আজব কাণ্ডই ঘটেছে তামিলনাড়ুর নীলগিরি জেলায়। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। একটি সিসিটিভিও প্রকাশ্যে এসেছে ওই বাড়ির ৷ তাতে দেখা যাচ্ছে ভয়ে সিঁটিয়ে রয়েছে বাচ্চা চিতাবাঘটি ৷ ঘরগুলি হয়ে রয়েছে লণ্ডভণ্ড ৷ ঘরের আসবাবপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিওয়ালি উদযাপনের গুঁতোয় রবিাবার ভোর 3টে নাগাদ তামিলনাড়ুর কুনুর এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘ। 26 ঘণ্টা ধরে ওই বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল সে।
পরে সে চলে যায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, চিতাবাঘটির হদিশ পেতে এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে ৷ জানা গিয়েছে, শনিবার দিওয়ালি উপলক্ষে ওই এলাকায় ব্যাপক শব্দবাজি ফাটানো চলছিল। সেই আওয়াজে ভয় পেয়ে রবিবার ভোর 3টে নাগাদ ওই চিতাবাঘটি ত্রস্ত হয়ে ঢুকে পড়ে একটি বাড়িতে। এতটাই ভয় পেয়েছিল যে, প্রায় 26 ঘণ্টা ওই বাড়িটিতেই ছিল ৷ এরপর আতঙ্কিত লোকজন খবর দেন বন দফতরে। আধিকারিকরা এসে ঘরের ভিতর চিতাটির উপর নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা বসান ৷ শেষমেশ নিজেই পালিয়ে যায় চিতাবাঘটি।