CCTV Installed in Bhangar: ভাঙড়ে আরও কড়া নিরাপত্তা, বিভিন্ন এলাকায় সিসিটিভি লাগালো কলকাতা পুলিশ
🎬 Watch Now: Feature Video
কলকাতা পুলিশের আওতায় আসার আগেই সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে ভাঙড়কে । মূলত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভাঙড়ের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে সিসিটিভি লাগানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে । এই ক্যামেরাগুলির মাধ্যমে লালবাজার থেকে এলাকাগুলি মনিটরিং করা হবে বলে জানা গিয়েছে । প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘিরে অগ্নিগর্ভের চেহারা নিয়েছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । গুলি বোমার শব্দে কেঁপে উঠেছিল ভাঙড়ের মাটি । লাগাতার অশান্তি জেরে ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্তির নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতন কলকাতা পুলিশ ভাঙড়ের থানাগুলিকে ভেঙে নিজেদের আওতায় নিতে তৎপর হয়েছে । ভাঙড় এতদিন জেলা পুলিশের আওতায় ছিল ৷ সেখান থেকে কলকাতা পুলিশের অধীনে আসতে চলেছে ৷ ফলে এখন সেই কাজে ভাঙড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে । ইতিমধ্যে ভাঙড়ে 9টি থানা তৈরি করার তোড়জোড় শুরু করেছে লালবাজার । মূলত ভাঙড়ের শান্তি ফেরাতে ও বাড়তি নজরদারিতে জোর দিয়েছে কলকাতা পুলিশ । ভাঙড়ে আর যাতে অশান্তি না হয় তার জন্য একাধিক থানা তৈরি থেকে এবার সিসিটিভির মাধ্যমে নজর রাখা হবে এলাকাগুলিতে ।