Health Camp স্বাধীনতার 75 বছরে 75 জন দুঃস্থের জন্য 75 পরিষেবা - Health Camp
🎬 Watch Now: Feature Video
ডানলপের টবিন রোডের বস্তি এলাকায় অন্যভাবে পালিত হল 76তম স্বাধীনতা দিবস (Health Camp in Independence Day at Dunlop) । তিনটে সংস্থা মিলে 75 জন দুঃস্থ মানুষের সেবার কাজে নিয়োজিত হয় । সোমবার তারা মূলত টবিন রোডের ভিতরে একটি দুঃস্থ এলাকায় ক্যাম্পেনিং চালায় । 75 জন মানুষের ইসিজি ও রক্ত পরীক্ষা করা হয় । রোটারি ক্লাব অফ কলকাতা সুতানুটি, একটি রিসার্চ সংস্থা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই আয়োজন করা হয় । বেসরকারি রিসার্চ সংস্থার আধিকারিক স্নেহেন্দু কোনার বলেন," আমরা এ বছর বস্তি এলাকায় মূলত 75 জন মানুষকে 75 ধরনের টেস্ট করানোর পরিকল্পনা নিয়েছি ৷ যেটা হল 75-এ 75।"
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
Health Camp