thumbnail

Governor Meets Manipur Dancer: বাংলা-ভারতীয় শিল্পকলার প্রচারে মণিপুরি নৃত্যশিল্পীর সঙ্গে আলোচনা রাজ্যপালের

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 12:41 PM IST

বাংলা-ভারতীয় শিল্পকলার প্রচারে মণিপুরী নৃত্যশিল্পীর সঙ্গে আলোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার আইকনিক মনিপুরি নৃত্যশিল্পী দেবযানী চালিহায়ার কলকাতা বাড়িতে যান সিভি আনন্দ বোস। মনিপুরী নৃত্য শিল্পের বিভিন্ন দিক নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। দেবযানী চালিয়াহার নৃত্য শিক্ষা কেন্দ্র 'মেইতি জাগোই'-এর কিছু শিক্ষার্থীর সঙ্গেও খোশ মেজাজে আলাপচারিতা করেন রাজ্যপাল । শিল্পীর হাতে বেশ কিছু উপহারও তুলে দিয়েছেন রাজ্যপাল ৷ 

রাজভবন সূত্রের দাবি, বাংলা ও ভারতের শিল্পকলার প্রসারে মিশন 'কলা ক্রান্তি' নিয়ে দেবযানী চালিহাকে বিস্তারিত জানান সিভি আনন্দ বোস। উল্লেখ্য, মিশন 'কলা ক্রান্তি' র ফেস 2 ওডিশাতে আয়োজিত হবে । আগামী নভেম্বর মাসের 22 তারিখে ওডিশার কোনার্ক, পুরী ও ভুবেনেশ্বরে অনুষ্ঠিত হবে তা নিয়ে কথা বলেন রাজ্যপাল । এদিন নৃত্যশিল্পী দেবযানী চাহালিয়া রাজ্যপালরকে একটি বই উপহার দেন ৷ যেটি ইংরাজিতে অনুবাদ করা ৷ বইটি পেয়ে রাজ্যপাল বলেন, "তিনি 95 শতাংশ বাংলা বোঝেন ৷ কারণ বাংলা এবং মালায়ম দুটো ভাষাই সংস্কৃত শব্দ থেকে এসেছে ৷ তাই তিনি বাংলা বুঝতে পারেন ৷ প্রতিদিন বাংলা খবরের কাগজ পড়ার অভ্যাস আছে ৷ "  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.