ETV Bharat / sports

কোচ সরলেও এল না পয়েন্ট, জামশেদপুরের কাছেও হার লাল-হলুদের - ISL 2024 25 - ISL 2024 25

EAST BENGAL LOST: বিনো জর্জও পয়েন্ট এনে দিতে পারলেন না ইস্টবেঙ্গলকে ৷ আবার হারে আইএসএলে চার ম্যাচ পরও খুলল না লাল-হলুদের পয়েন্টের খাতা ৷

EAST BENGAL LOST
জামশেদপুরের কাছে হার লাল হলুদের (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 5, 2024, 7:12 PM IST

Updated : Oct 5, 2024, 7:26 PM IST

জামশেদপুর, 5 অক্টোবর: দাপিয়ে খেলেও ইস্পাতনগরীতে আবারও হারের আঁধারে ইস্টবেঙ্গল ৷ হারের হ্য়াটট্রিকের পর কোচ কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করেছিলেন ৷ অন্তর্বর্তী বিনো জর্জের অধীনে প্রথম ম্যাচে পয়েন্ট আশা করেছিল লাল-হলুদ জনতা ৷ কিন্তু কোথায় কী? বড়লোকের বাউন্ডুলে ছেলের মত ক্লেইটনের গোল মিস, সাউল ক্রেসপোর পেনাল্টি নষ্ট, সর্বোপরি বিপক্ষ গোলরক্ষর আলবিনো গোমসের বিশ্বস্ত দস্তানায় জেআরডি টাটা কমপ্লেক্সে নিশ্চিত পয়েন্ট রেখে এল লাল-হলুদ ব্রিগেড ৷ আইএসএলের চতুর্থ ম্য়াচ ইস্টবেঙ্গল হারল 0-2 গোলে ৷

আইএসএলে পাঁচ বছরের ইতিহাসে প্রথমবার চার ম্যাচ পরেও ইস্টবেঙ্গলের ভাঁড়ার শূন্য। অথচ ইস্পাতনগরীতে এদিন শুরু থেকে দুরন্ত ফুটবল লাল-হলুদের ৷ 21 মিনিটে রেইতা চিকাওয়ার বিশ্বমানের গোলের আগে একাধিকবার গোলের মুখ খুলে ফেলে বিনো জর্জের ছেলেরা ৷ প্রভাত লাকড়ার থ্রু বল ধরে একা গোলরক্ষককে পেয়েও বল বাইরে মারেন মাদিহ তালাল ৷ বাঁ-দিক থেকে বাড়ানো ক্রসগুলো মনে করাচ্ছিল পুরনো নাওরেম মহেশকে ৷ কিন্তু ভাগ্যদেবতা বোধহয় রুষ্ট লাল-হলুদের উপর ৷ নইলে বিরতির আগে মহেশের বাড়ানো বল ধরে গোলের সামনে দাঁড়িয়ে কীভাবে মিস করেন ক্লেইটন?

গোল মিসের তালিকায় রাখতে হবে নন্দকুমার শেকরকেও ৷ বিরতির পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছল বিনোর ছেলেদের সামনে ৷ জাভি হার্নান্ডেজ বক্সের মধ্যে ক্লেইটনকে ফাউল করলে পেনাল্টি পায় লাল-হলুদ ৷ 63 মিনিটে পেনাল্টিও নষ্ট করেন ক্রেসপো ৷ এরপর পোস্টে লাগে ক্লেইটনের শট ৷ 70 মিনিটে বিপক্ষ এক ফুটবলারের একটি নির্বিষ মাটিঘেঁষা শট বিপন্মুক্ত করতে গিয়ে গোলে ঠেলে দেন লালচুংনুঙ্গা ৷ ওখানেই ম্যাচে ফেরার আশা শেষ হয় লাল-হলুদের ৷

2-0 গোলে জিতে চলতি আইএসএলের তৃতীয় জয়টি তুলে নিল জামশেদপুর এফসি ৷ তিনে উঠে এল তাঁরা ৷ ৷ অন্যদিকে চার ম্য়াচের সবক'টিতে হেরে সবার শেষে ইস্টবেঙ্গল ৷ লাল-হলুদের পরবর্তী ম্য়াচ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আগামী 19 অক্টোবর ৷

জামশেদপুর, 5 অক্টোবর: দাপিয়ে খেলেও ইস্পাতনগরীতে আবারও হারের আঁধারে ইস্টবেঙ্গল ৷ হারের হ্য়াটট্রিকের পর কোচ কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করেছিলেন ৷ অন্তর্বর্তী বিনো জর্জের অধীনে প্রথম ম্যাচে পয়েন্ট আশা করেছিল লাল-হলুদ জনতা ৷ কিন্তু কোথায় কী? বড়লোকের বাউন্ডুলে ছেলের মত ক্লেইটনের গোল মিস, সাউল ক্রেসপোর পেনাল্টি নষ্ট, সর্বোপরি বিপক্ষ গোলরক্ষর আলবিনো গোমসের বিশ্বস্ত দস্তানায় জেআরডি টাটা কমপ্লেক্সে নিশ্চিত পয়েন্ট রেখে এল লাল-হলুদ ব্রিগেড ৷ আইএসএলের চতুর্থ ম্য়াচ ইস্টবেঙ্গল হারল 0-2 গোলে ৷

আইএসএলে পাঁচ বছরের ইতিহাসে প্রথমবার চার ম্যাচ পরেও ইস্টবেঙ্গলের ভাঁড়ার শূন্য। অথচ ইস্পাতনগরীতে এদিন শুরু থেকে দুরন্ত ফুটবল লাল-হলুদের ৷ 21 মিনিটে রেইতা চিকাওয়ার বিশ্বমানের গোলের আগে একাধিকবার গোলের মুখ খুলে ফেলে বিনো জর্জের ছেলেরা ৷ প্রভাত লাকড়ার থ্রু বল ধরে একা গোলরক্ষককে পেয়েও বল বাইরে মারেন মাদিহ তালাল ৷ বাঁ-দিক থেকে বাড়ানো ক্রসগুলো মনে করাচ্ছিল পুরনো নাওরেম মহেশকে ৷ কিন্তু ভাগ্যদেবতা বোধহয় রুষ্ট লাল-হলুদের উপর ৷ নইলে বিরতির আগে মহেশের বাড়ানো বল ধরে গোলের সামনে দাঁড়িয়ে কীভাবে মিস করেন ক্লেইটন?

গোল মিসের তালিকায় রাখতে হবে নন্দকুমার শেকরকেও ৷ বিরতির পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছল বিনোর ছেলেদের সামনে ৷ জাভি হার্নান্ডেজ বক্সের মধ্যে ক্লেইটনকে ফাউল করলে পেনাল্টি পায় লাল-হলুদ ৷ 63 মিনিটে পেনাল্টিও নষ্ট করেন ক্রেসপো ৷ এরপর পোস্টে লাগে ক্লেইটনের শট ৷ 70 মিনিটে বিপক্ষ এক ফুটবলারের একটি নির্বিষ মাটিঘেঁষা শট বিপন্মুক্ত করতে গিয়ে গোলে ঠেলে দেন লালচুংনুঙ্গা ৷ ওখানেই ম্যাচে ফেরার আশা শেষ হয় লাল-হলুদের ৷

2-0 গোলে জিতে চলতি আইএসএলের তৃতীয় জয়টি তুলে নিল জামশেদপুর এফসি ৷ তিনে উঠে এল তাঁরা ৷ ৷ অন্যদিকে চার ম্য়াচের সবক'টিতে হেরে সবার শেষে ইস্টবেঙ্গল ৷ লাল-হলুদের পরবর্তী ম্য়াচ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আগামী 19 অক্টোবর ৷

Last Updated : Oct 5, 2024, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.