ETV Bharat / sports

শামিকে বাদ দিয়ে রঞ্জির প্রথম দু'ম্যাচের দল ঘোষণা বাংলার - RANJI TROPHY 2024 25 - RANJI TROPHY 2024 25

BENGAL RANJI TROPHY SQUAD: অনুষ্টুপের অধিনায়কত্বে ঘোষিত হল বাংলার রঞ্জি স্কোয়াড ৷ দলে কি কোনও চমক রয়েছে? জেনে নিন ৷

MOHAMMED SHAMI
মহম্মদ শামি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 5, 2024, 7:50 PM IST

কলকাতা, 5 অক্টোবর: আসন্ন রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা ৷ অনুষ্টুপ মজুমদারকে অধিনায়ক নির্বাচিত করে শুক্রবার 19 সদস্য়ের দল ঘোষণা করল সিএবি ৷ অনুষ্টুপ মজুমদার যে দলকে নেতৃত্ব চলেছেন, তা আগে থেকেই পরিষ্কার ছিল ৷ তবে বাংলার ক্রিকেট অনুরাগীদের স্কোয়াড ঘোষণায় নজর ছিল বেশ কয়েকজনের দিকে ৷ যাঁর মধ্য়ে প্রথম নামটা অবশ্যই মহম্মদ শামি ৷ জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনের আগে বাংলার হয়ে রঞ্জিতে গা-ঘামানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন ডানহাতি জোরে বোলার ৷ যদিও তাঁকে ছাড়াই প্রথম দু'ম্যাচের দল ঘোষণা করল বাংলা ৷

বাংলার ঘোষিত স্কোয়াডের 12 জন গত মরশুমে রঞ্জির দলে ছিলেন না ৷ যার মধ্যে উল্লেখযোগ্য নাম অবশ্যই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায় ৷ সিএবি'র সঙ্গে মনোমালিন্যের জেরে গত দু'মরশুমে ত্রিপুরার হয়ে খেলার পর পুনরায় এই মরশুমে বাংলায় প্রত্যাবর্তন করছেন দু'জনে ৷ দু'মরশুম ব্রাত্য থাকার পর বাংলার রঞ্জি দলে কামব্য়াক হচ্ছে অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়েরও ৷

এর আগে সাদা বলে নেতৃত্ব দিলেও এই প্রথম লাল বলের ক্রিকেটে বাংলার অধিনায়কত্ব করবেন পোড় খাওয়া ব্যাটার অনুষ্টুপ ৷ 2019 সালের পর বাংলার জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে অফস্পিনার আমির গনির ৷ তবে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার করণ লালের ৷ বাংলার দলঘোষণার উল্লেখযোগ্য আরেকটি বিষয় হল 17 বছরের পেসার যুধাজিৎ গুহ'র মেডেন কল-আপ ৷ যার জেরে স্ট্যান্ড-বাই রাখা হয়েছে অভিজ্ঞ ঈশান পোড়েলকে ৷

মহম্মদ শামি না-থাকলেও প্রত্যাশামত দলে জায়গা করে নিয়েছেন তাঁর ভাই মহম্মদ কাইফ ৷ যদিও বর্ডার-গাভাসকর ট্রফির আগে নিজেকে ঝালিয়ে নিতে প্রয়োজনে রঞ্জিতে নামার কথা জানিয়েছিলেন গত বিশ্বকাপের (50 ওভার) সর্বাধিক উইকেটশিকারি ৷ তবে প্রথম দু'ম্য়াচে নাম না-থাকায় ধরে নিতেই হয় বাইশ গজে নামার জন্য একশো শতাংশ ফিট নন তিনি ৷ যদিও সম্প্রতি তাঁর চোট সম্পর্কিত একটি ভুয়ো খবর উড়িয়ে দেন শামি ৷

একনজরে বাংলা স্কোয়াড: অনুষ্টুপ (অধিনায়ক), ঋদ্ধিমান (উইকেটরক্ষক), অভিমন্যু, সুদীপ ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক (উইকেটরক্ষক), শাহবাজ, ঋত্বিক, অভিলীন, শুভম, আমির, প্রদীপ্ত, আকাশদীপ, মুকেশ, কাইফ, সূরজ, ঋষভ, যুধাজিৎ ও রোহিত ৷

কলকাতা, 5 অক্টোবর: আসন্ন রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা ৷ অনুষ্টুপ মজুমদারকে অধিনায়ক নির্বাচিত করে শুক্রবার 19 সদস্য়ের দল ঘোষণা করল সিএবি ৷ অনুষ্টুপ মজুমদার যে দলকে নেতৃত্ব চলেছেন, তা আগে থেকেই পরিষ্কার ছিল ৷ তবে বাংলার ক্রিকেট অনুরাগীদের স্কোয়াড ঘোষণায় নজর ছিল বেশ কয়েকজনের দিকে ৷ যাঁর মধ্য়ে প্রথম নামটা অবশ্যই মহম্মদ শামি ৷ জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনের আগে বাংলার হয়ে রঞ্জিতে গা-ঘামানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন ডানহাতি জোরে বোলার ৷ যদিও তাঁকে ছাড়াই প্রথম দু'ম্যাচের দল ঘোষণা করল বাংলা ৷

বাংলার ঘোষিত স্কোয়াডের 12 জন গত মরশুমে রঞ্জির দলে ছিলেন না ৷ যার মধ্যে উল্লেখযোগ্য নাম অবশ্যই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায় ৷ সিএবি'র সঙ্গে মনোমালিন্যের জেরে গত দু'মরশুমে ত্রিপুরার হয়ে খেলার পর পুনরায় এই মরশুমে বাংলায় প্রত্যাবর্তন করছেন দু'জনে ৷ দু'মরশুম ব্রাত্য থাকার পর বাংলার রঞ্জি দলে কামব্য়াক হচ্ছে অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়েরও ৷

এর আগে সাদা বলে নেতৃত্ব দিলেও এই প্রথম লাল বলের ক্রিকেটে বাংলার অধিনায়কত্ব করবেন পোড় খাওয়া ব্যাটার অনুষ্টুপ ৷ 2019 সালের পর বাংলার জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে অফস্পিনার আমির গনির ৷ তবে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার করণ লালের ৷ বাংলার দলঘোষণার উল্লেখযোগ্য আরেকটি বিষয় হল 17 বছরের পেসার যুধাজিৎ গুহ'র মেডেন কল-আপ ৷ যার জেরে স্ট্যান্ড-বাই রাখা হয়েছে অভিজ্ঞ ঈশান পোড়েলকে ৷

মহম্মদ শামি না-থাকলেও প্রত্যাশামত দলে জায়গা করে নিয়েছেন তাঁর ভাই মহম্মদ কাইফ ৷ যদিও বর্ডার-গাভাসকর ট্রফির আগে নিজেকে ঝালিয়ে নিতে প্রয়োজনে রঞ্জিতে নামার কথা জানিয়েছিলেন গত বিশ্বকাপের (50 ওভার) সর্বাধিক উইকেটশিকারি ৷ তবে প্রথম দু'ম্য়াচে নাম না-থাকায় ধরে নিতেই হয় বাইশ গজে নামার জন্য একশো শতাংশ ফিট নন তিনি ৷ যদিও সম্প্রতি তাঁর চোট সম্পর্কিত একটি ভুয়ো খবর উড়িয়ে দেন শামি ৷

একনজরে বাংলা স্কোয়াড: অনুষ্টুপ (অধিনায়ক), ঋদ্ধিমান (উইকেটরক্ষক), অভিমন্যু, সুদীপ ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক (উইকেটরক্ষক), শাহবাজ, ঋত্বিক, অভিলীন, শুভম, আমির, প্রদীপ্ত, আকাশদীপ, মুকেশ, কাইফ, সূরজ, ঋষভ, যুধাজিৎ ও রোহিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.