Gourab Roy Choudhary: অভিনয়টা না পারলে ফ্যান ফলোয়ার থাকলেও কাজ মেলে না: গৌরব - Pilu Actor
🎬 Watch Now: Feature Video
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary)। 'তোমায় আমায় মিলে', 'শুভদৃষ্টি', 'ত্রিনয়নী', 'ওগো নিরুপমা' সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার পর বর্তমানে 'পিলু' (Pilu Actor) ধারাবাহিকে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আহির বসু মল্লিকের ভূমিকায় অভিনয় করছেন গৌরব । সম্প্রতি 'একান্নবর্তী' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন (Bengali Serial)। এক সময় চুটিয়ে খেলতেন টেবিল টেনিস । এরপর অভিনয়ের পাশাপাশি গান, বাঁশি বাজানো এবং নিয়মিত লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়েন । 'পিলু' ধারাবাহিকে অভিনয় করার জন্য গানও শিখছেন । তাঁর জীবনের নানা ঘটনা নিয়ে আড্ডা দিলেন ইটিভি ভারতের সঙ্গে । কী বললেন তিনি (Exclusive Interview of Gourab Roy Choudhary)?
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST