Durga Puja in Secunderabad: নিজামের শহরে দেবীবন্দনা! সেকেন্দ্রাবাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি - লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 10:55 PM IST

দেবী বোধনের বাকি আর কয়েকঘণ্টা ৷ তার আগেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠল তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ ৷ দুর্গাবন্দনার প্রাণকেন্দ্র থেকে দেড় হাজার কিলোমিটার দূরে বাঙালিদের দুর্গাপুজোর আড়ম্বর, নিষ্ঠা চোখ কাড়বে কলকাতার নামজাদা পুজোরও ৷ বুধবার সেই আয়োজনেরই ঢাকে কাঠি পড়ে গেল বাথুকাম্মা উৎসবের হাত ধরে ৷

এদিন তেলেঙ্গানা সাংস্কৃতিক বিভাগ ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল যৌথভাবে বাথুকাম্মা উৎসবের আয়োজন করেছিল । কিজ হাইস্কুলে নবরাত্রি উৎসবের অংশ হিসাবে বাথুকাম্মা অনুষ্ঠিত হয়েছে । এই উৎসবে প্রধান অতিথি ছিলেন তেলেঙ্গানা সংস্কৃতি বিভাগের পরিচালক মামিদি হরিকৃষ্ণ, লায়ন্স ইন্টারন্যাশনালের সভাপতি সুনীল এবং বঙ্গীয় সংস্কৃতি সমিতির সভাপতি দীপক ভট্টাচার্য । দীপক ভট্টাচার্য বলেন, ‘‘বঙ্গীয় সংস্কৃতি সমিতি 58তম দুর্গাপুজো আয়োজন করছে । আমরা তেলেঙ্গানার মাটিতে বেড়ে উঠেছি ৷ প্রতি বছরই আমাদের দেবীবন্দনা শুরু হয় বাথুকাম্মা উৎসব দিয়ে ৷ এই উৎসব তেলেঙ্গানার সংস্কৃতিকে প্রতিফলিত করে ৷ নবরাত্রি দেশের সর্বস্তরের মানুষ উদযাপন করে । প্রতি বছর চতুর্থীর দিন আমরা বাথুকাম্মা উৎসবের আয়োজন করি ৷’’

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.