Durand Trophy Unveiled: সবচেয়ে উঁচু বাড়ি থেকে দুই সেনাকর্মীর ঝাঁপ, অভিনব কায়দায় ডুরান্ড ট্রফির উন্মোচন কলকাতায়
🎬 Watch Now: Feature Video
কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি থেকে ঝাঁপ। মরণঝাঁপ নয়, এই ঝাঁপ ফুটবলের জন্য ৷ আর সেই ঝাঁপের সাক্ষী থাকল তিলোত্তমা। শ্রাবণের বৃষ্টিভেজা দুপুরে মেঘলা আকাশকে সাক্ষী রেখে ডুরান্ড কাপের উন্মোচনে বহুতল থেকে ঝাঁপ দুই সেনার। অভিনব ভাবনা। কলকাতায় ডুরান্ড কাপ উন্মোচন অনুষ্ঠানে জীবনদীপ এবং টাটা সেন্টার সংলগ্ন শহরের সব থেকে উঁচু বহুতল থেকে ঝাঁপ দিলেন দুই অবসরপ্রাপ্ত সেনা। ডুরান্ডের ট্রফির উন্মোচন উপলক্ষে সেনা বাহিনীর 'বেস জাম্প।' 13টি শহর ঘুরে এবার কলকাতা শহরে পৌঁছল ডুরান্ড কাপ। সেই কাপের উন্মোচন নিয়ে ব্রিগেড প্যারেডে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল সেনাবাহিনী।
সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই বহুতল থেকে প্যারাসুট করে ঝাঁপ দিয়ে ব্রিগেড প্যারেডে নামবেন সেনারা, পরিকল্পনা ছিল সেরকম। কিন্তু বাঁধ সাধল বৃষ্টি। ফলে শুরুতে এই বেস জাম্প সম্ভব হয়নি। তাই প্রথমে ডুরান্ড কাপের উন্মোচন হয়। পরে বৃষ্টি পড়া বন্ধ হলে সেই বহুতল থেকে প্যারাসুটের মাধ্যমে ঝাঁপ দেন দুই অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল সত্যেন্দ্র বর্মা। আগামী 3 অগস্ট থেকে শুরু হবে এবছরের ডুরান্ড কাপ প্রতিযোগিতা।