Viral Video of Dog Attacks: গা শিউরে ওঠা ঘটনা! গুজরাতে সাত বছরের মেয়ের গাল কামড়ে নিল সারমেয়, ভাইরাল ভিডিয়ো - পথ সারমেয়র কামড়ানোর ভয়ংকর ঘটনা
🎬 Watch Now: Feature Video
আবারও একবার পথ সারমেয়র কামড়ানোর ভয়ংকর ঘটনা ঘটল ৷ গুজরাতের সুরাতে একটি সাত বছরের মেয়েকে রাস্তায় ফেলে টেনে হিঁচড়ে গাল কামড়ে তুলে ফেলল এক পথ সারমেয় (Dog Attacks 7 Years Old Girl) ৷ এই গা শিউরে ওঠা ঘটনাটির সেই দৃশ্য বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ তাই এখন নেট দুনিয়ায় ভাইরাল ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে মেয়েটি তার বাড়ির গেটের কাছে দাঁড়িয়েছিল ৷ সে সময় সে খেলা করে সবেমাত্র বাড়ি ফিরেছে ৷ এরপর ওই সারমেয়টিকে দেখে সে তার পিছন পিছন যায় ৷ এরপরই ঘুরে মেয়েটিকে আক্রমণ করে ওই সারমেয়টি ৷ তার গায়ে ধাক্কা মেরে লাফিয়ে মাটিতে ফেলে দিয়ে গালে কামড়ে ধরে ৷ সারমেয়র থেকে মেয়েটি নিজেকে বাঁচানোর চেষ্টা করলে সারমেয়টিও ছিল নাছোড় ৷ সারমেয়টি মেয়েটির গালে কামড়ে মাংস ছিঁড়ে নেয় ৷ এরপরই মেয়েটির বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে সারমেয়টিকে তাড়ানোর চেষ্টা করে ৷ তখনই পালটা ওই মহিলার পায়ে কামড় বসায় ওই হিংস্র সারমেয়টি ৷ প্রতিবেশীরা রেরিয়ে এলে সারমেয়টি সেখান থেকে চলে যায় ৷ বর্তমানে ওই মেয়েটির বড়সড় কিছু না-ঘটলেও হাসপাতালে চিকিৎসা চলছে তার ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST