TMC Women Wing in Dharna: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে শিলিগুড়িতে 32 ঘণ্টা ধরনা মহিলা তৃণমূলের - মহিলা তৃণমূল কংগ্রেসের ধরনায় চন্দ্রিমা ভট্টাচার্য

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 22, 2023, 7:12 PM IST

কলকাতার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবার শিলিগুড়িতে ধরনায় বসল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার মাল্লাগুড়িতে  32 ঘণ্টার ধরনায় বসেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিনের কর্মসূচিতে যোগ দেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রী শশী পাঁজার। মূলত, রাজ্যের সঙ্গে কেন্দ্রের বঞ্চনা, আবাস যোজনা ও 100 দিনের প্রকল্প-সহ একাধিক খাতে রাজ্যের নায্য পাওনার দাবি জানিয়ে এদিন শিলিগুড়িতে 32 ঘণ্টা ধরনায় বসল মহিলা তৃণমূল কংগ্রেস ।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "100 দিনের কাজ করার পরেও টাকা দিচ্ছে না কেন্দ্র । আবাসের টাকা দেয়নি । 55 লক্ষ বাড়ির টাকা পড়ে রয়েছে । রাস্তার টাকাও ছাড়েনি । রাজ্য সরকার নিজেদের টাকায় 12 হাজার গ্রামীণ নতুন রাস্তা করছে । বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে, বাংলাকে লাঞ্ছনা করার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের পক্ষপাতিত্ব, একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা ধরনায় বসেছি ।" পাশাপাশি এদিন নাম না-করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন তিনি । মন্ত্রী বলেন, "যাকে অন্ধকার করে জিততে হয়, যার গাড়ির ধাক্কায় একজন মারা যায় তিনি যাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেন না তার কথায় কোনও উত্তর দিতে চাই না । মুখ্যমন্ত্রী যখন বলেছেন কোনও রকমের তদন্তেই আপত্তি নেই আমাদের ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.