Mamata Banerjee in Digha: দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 4, 2023, 10:25 PM IST

পূর্ব মেদিনীপুরে 3 দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার খেজুরিতে প্রশাসনিক সভা শেষ করার পর মঙ্গলবার দিঘায় চলে আসেন মুখ্যমন্ত্রী ৷ এদিন দিঘা হেলিপ্যাড ময়দানে দলীয় কর্মিসভা শেষ করে তৃণমূল সুপ্রিমো তাঁর স্বপ্নের প্রকল্প পুরীর আদলে জগন্নাথ মন্দির পরিদর্শনে যান । ঘুরে দেখেন মন্দিরের কাজ ৷ মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করেন । তারপর বেরিয়ে এসে কেমন হবে মূর্তি, মন্দিরের আচার, তা নিয়ে পরিকল্পনার কথা বলেন । মন্দির পরিদর্শনের পর তিনি বলেন, "আগামী 18 মাসের মধ্যে মন্দির তৈরির কাজ সম্পন্ন হবে ।"
উল্লেখ্য, করোনাকালের আগেই শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দির নির্মাণের কাজ । তবে অতিমারির জন্য সেই কাজ বেশ কিছু দিন ধরে স্থগিত ছিল । এদিন দলীয় কর্মিসভা শেষ করে সোজা জগন্নাথ মন্দিরের নির্মাণের কাজ পরিদর্শন করেন ।
তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, "জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ হবে মার্বেলের । পুরীর জগন্নাথ মন্দিরের মতো প্রতিদিন দিঘার মন্দির থেকেও ধ্বজা ওড়ানো হবে । পর্যটনে বিশেষ জোর দিচ্ছে সরকার ।" উল্লেখ্য, দিঘাকে ঢেলে সাজানো মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট । ইতিমধ্যেই হয়েছে সৌন্দর্যায়ন, মেরিনড্রাইভ । সরকারি উদ্যোগে হচ্ছে তাজপুর পোর্ট ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.