AMC Election 2022 : শীতের সকালে জমিয়ে ঠান্ডা আসানসোলে, বেশির ভাগ বুথই ফাঁকা - Asansol Municipal Corporation Booth
🎬 Watch Now: Feature Video
আসানসোল পৌরনিগমে শুরু হয়েছে ভোট ৷ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ । 106 টি ওয়ার্ডের মোট 1 হাজার 182 টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে । কিন্তু আসানসোলে প্রচণ্ড ঠান্ডায় এবারে ভোটদানের উৎসাহ খানিকটা হলেও কম । এখনও ভিড় জমেনি বুথে ৷ ছোট ছোট লাইন হচ্ছে ৷ বেশিরভাগ বুথই ফাঁকা । ভোট দিতে আসা নাগরিকেরা জানালেন ঠান্ডায় মানুষ আসছে না, বেলা হলে ভিড় বাড়বে ৷ রাজনৈতিক দলগুলিরও একই আশা করছে ৷ (Less crowd due to cold weather in AMC Election Booth in Asansol Paschim Bardhaman)
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST