Durga Puja 2023: ধুনুচি নাচে মাতলেন রানি, কাজলের সঙ্গে খুনসুটি, মুখোপাধ্যায় বাড়ির পুজোতে তারকাদের মেলা - রানি মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
Published : Oct 23, 2023, 10:48 PM IST
|Updated : Oct 23, 2023, 10:54 PM IST
মুম্বইয়ের দুর্গা পুজো মানে মুখোপাধ্যায় বাড়ির পুজো ৷ প্রত্যেক বছর এই জমজমাটি এই পুজোয় বলিউড তারকাদের উপস্থিতি নজর কাড়ে ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ নর্থ বোম্বে সর্বজনীন দুর্গা পুজো হিসাবে পরিচিত কাজল ও রানি মুখোপাধ্যায়ের এই পুজোয় ষষ্ঠী থেকেই তারকাদের ভিড় লেগেই রয়েছে ৷ 'অনুপমা' খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায় ও টিনা দত্ত এই পুজো মণ্ডপেই অষ্টমীর অঞ্জলি দিয়েছেন ৷ নবমীর রাতেও হাজির একাধিক তারকা ৷ উপস্থিত ছিলেন অনিল কাপুর, সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, জয়া বচ্চন, জ্যাকি শ্রফ, ইলা অরুণ, বৈভবি মার্চেন্ট, রাজকুমার রাও-সহ আরও অনেকে ৷ নবমীর যজ্ঞের পুজোয় বসেন কাজল, সুমনা মুখোপাধ্যায়, রানি ও তাঁর বোন সর্বাণী মুখোপাধ্যায় ৷ যজ্ঞ দেখেন জয়া বচ্চনও ৷ এরপর ধুনুচি নাচে মেতে ওঠেন রানি ৷ নবমীর রাত মানেই পুজোর শেষ দিন ৷ এই দিন মায়ের মেতে ওঠেন বলিউডের সেলেবরাও ৷ ধুনুচি নাচে রানির সঙ্গে যোগ্য সঙ্গত দেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় ৷ পুজোর সাজেও বিশেষ চমক রেখেছেন কাজল-রানি ৷ অন্যদিকে, ক্যাটরিনাকে দেখা গিয়েছে হলুদ রঙের শাড়িতে ৷ সোনম কাপুর উপস্থিত হল লাল রঙের সালোয়াম কামিজে ৷ সব মিলিয়ে মুখোপাধ্যায় বাড়ির পুজোয় বসেছিল চাঁদের হাট ৷