Durga Puja 2023: টেলিভিশনের পর্দায় নতুন রূপে মহালয়ার থিম 'নবপত্রিকায় দেবীবরণ'

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 10:36 PM IST

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা জানান দেয় মা আসছেন ৷ তাঁর আগমনের আগে মর্ত্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি ৷ সেই প্রস্তুতির বার্তা বহন করে মহালায়া ৷ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয় দেবীপক্ষের ৷ তারপর শুরু হয়ে যায় কাউন্টডাউন ৷ আর মহালয়া বললেই, ছোট থেকে বড় সকলেই নস্ট্যালজিক হয়ে পড়েন রেডিয়ো বা টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী নিয়ে ৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই রূপ ৷ এবার জি বাংলাও দর্শকদের সাক্ষী রাখতে চলেছে অন্যরকম মহালয়ার ৷ এবার মহালায় উদযাপনে ঘরে ঘরে পৌঁছে যাবেন সিরিয়ালের একাধিক প্রিয় তারকারা  ৷ জি বাংলার পর্দায় এবার মহালয়ার থিম 'নবপত্রিকায় দেবীবরণ'। মা দুর্গার নয় রূপে দেখা যাবে জি বাংলার ন'জন অভিনেত্রীকে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে নায়িকাদের দেবী চরিত্রের রূপ ৷ চারটি রূপে হাজির হবেন দিতিপ্রিয়া রায় ৷ পার্বতী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ও মহাকালী রূপে দেখা যাবে তাঁকে ৷ মহাদেবের রূপে থাকছেন অভিষেক বসু ৷ পাশাপাশি পর্দার পিছনের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ ৷ যা দর্শকের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.