Aditi Munshi on Her New Project: রাজনীতি নয়, অন্য ঘরানার গান গাইতে সাহস লাগে, মত অদিতি মুন্সীর - Aditi Munshi on Her New Project

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 10, 2023, 7:16 PM IST

ঝুলন যাত্রা উপলক্ষে 12 অগস্ট আসছে অদিতি মুন্সীর স্বপ্নের প্রজেক্ট 'বারো গানে বর্ষযাপন'-এর চতুর্থ গান 'সাজাও ঝুলনা' । গানের কথা লিখেছেন বারিশ । সুর এবং সঙ্গীতায়োজনে রণজয় ভট্টাচার্য । গানটি গেয়েছেন অদিতি স্বয়ং । গান নিয়ে আড্ডা দিতে বসে নিজের ছোটবেলায় ফিরে গেলেন গায়িকা । আজ প্রায় পনেরো বছর ধরে কীর্তনেই নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি । সেই সূত্র ধরেই এবার 12 মাসে আসবে 12টি গান ৷ বিভিন্ন পার্বনের কাহিনি উঠে  আসবে গানে গানে ৷  তিনি এদিনও জানান, অন্য গান গাওয়ার অফার আসেনি তা নয় । কিন্তু নিজেকে অন্য গান গাওয়ার ব্যাপারে ভীতু মনে করেন তিনি । রাজনীতি করতে সাহস লাগে না? তিনি বলেন, "না। কাজ করার ইচ্ছা থাকলে রাজনীতিটা করা যায় । বরং অন্য ঘরানার গান গাইতে অনেক বেশি সাহস লাগে । আমি সঙ্গীতের মানুষ । রাজনীতি বুঝি কম । তবে আমার এলাকার মানুষগুলো যে পরিষেবা এতদিন পেতেন না, আমি রাজনীতিতে আসায় তাঁরা আজ সেগুলি পাচ্ছেন । আমি পরিষেবাটুকু দিতে এসেছি ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.