Actors on Nayika No 1: কতটা কঠিন জুনিয়র আর্টিস্ট থেকে হিরোইনের সফর? বলবে 'নায়িকা নম্বর ওয়ান' - আসছে নতুন ধারাবাহিক নায়িকা নম্বর ওয়ান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 3, 2023, 10:25 AM IST

স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'নায়িকা নম্বর ওয়ান' । এক সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার গল্প বলবে এই ধারাবাহিক । গ্রামের নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে শিলা নায়িকা হওয়ার স্বপ্ন দেখে । আদতে সে একজন জুনিয়র আর্টিস্ট । কিন্তু স্বপ্নের ডানায় ভর করে উড়তে চায় বহুদূর । আর তাই সে নিজের নাম শীতলা থেকে পালটে রেখেছে শীলা । জুনিয়র আর্টিস্ট শীলা চায় সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, দেবশ্রী রায়, অপর্ণা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিকের নামের মতো তার নামও লোকমুখে ঘুরবে । ওদিকে তার বাবাও যাত্রা করতো একসময় । বেশিদূর কিছু করতে পারেনি । তাই মা চায় না মেয়েও অভিনয় করুক । কিন্তু মেয়ে তো এককাট্টা । ওদিকে শীলার দেখা হয় গল্পের নায়ক শুদ্ধ সেনের সঙ্গে (New Serial Nayika No 1 )। 

তার সঙ্গে বাস্তবে এক বড় ভূমিকায় অভিনয় করতে হয় শীলাকে। কী সেই চরিত্র? সেটাই দেখার এই ধারাবাহিকে । এই ধারাবাহিকের হাত ধরেই লিড রোলে প্রথম অভিনয় করতে চলেছেন ঋতব্রতা দে । রয়েছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, সোমা দে, সুপ্রিয় দত্ত, সুতপা তালুকদার, সোমাশ্রী চাকী, চাঁদনি সাহা-সহ আরও অনেকে । প্রসঙ্গত, স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই ইন্ডাস্ট্রিতে এসেছে বহু নতুন মুখ । তাঁদের মধ্যে অনেকেই আজকের তারকা । আর এবার টেলিভিশনেই হিরোইন হয়ে ওঠার গল্প বাঁধলেন স্নেহাশিস চক্রবর্তী । কেমন হবে সেই সফর? জানার দিন খুব কাছেই । 6 মার্চ থেকে রাত সাড়ে 8 টার স্লটে প্রতিদিন 'নায়িকা নম্বর ওয়ান' সম্প্রচারিত হবে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.