ETV Bharat / state

কুলতলিতে বাঘের হানায় জখম যুবক ! আতঙ্কে গ্রামবাসীরা - TIGER STRAYS INTO KULTALI

কুলতলির গ্রামে বাঘের হানা ৷ সারা রাত আগুন জ্বালিয়ে বাঘ তারানোর চেষ্টা বনকর্মীদের ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷

TIGER SPOTTED IN KULTALI
কুলতলিতে বাঘের আতঙ্ক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কুলতলি, 20 ডিসেম্বর: কুলতলির গ্রামে বাঘের হানা ৷ বৃহস্পতিবার রাতে বাঘের হামালায় জখম এক যুবক ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ৷ আতঙ্কে গ্রামবাসীরা ৷

কুলতলির মইপিট কোস্টাল থানা এলাকার ভুবনেশ্বরী অঞ্চলের পূর্ব দেবীপুরের ঘটনা ৷ স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নদীর পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আহত যুবক ৷ সেই সময়, পিছন দিক থেকে এসে তাঁর উপর অতর্কিত হামলা করে একটি বাঘ ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই যুবক ৷ আহত যুবকের নাম রাহুল হালদার ৷ রাতের অন্ধকারে প্রথমে তিনি কিছু বুঝতে পারেননি ৷ পরে বাড়ি ফিরে দেখেন পা ও পিঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ৷ এরপর তাঁকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিকে, লোকালয়ে বাঘের হানার খবর পেয়ে বনকর্মীদের খবর দেন এলাকাবাসীরা ৷ বনদফতরের তরফে সারাদিন বাঘের সন্ধানে তল্লাশি চালানো হয় ৷ আগুন জ্বালিয়ে ও শব্দবাজি ফাটিয়ে তল্লাশি অভিযান চলে রাতেও ৷ বাঘটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হয় ৷ কিন্তু, এলাকাবাসীদের দাবি সেই বাঘ এখনও জঙ্গলে ফেরেনি । আতঙ্কিত গোটা গ্রাম ।

বনদফতর সূত্রে খবর, বনকর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত ৷ মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক থাকার প্রচার চালানো হচ্ছে ৷ পাশাপাশি, বাঘটির পায়ের ছাপ অনুসরণ করে তার উপর নজর রাখা হচ্ছে । বাঘটিকে যাতে দ্রুত জঙ্গলে পাঠানো যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে ৷

উল্লেখ্য, সুন্দরবন লাগোয়া এলাকায় লোকালয়ে বাঘের হানা নতুন কোনও বিষয় নয় ৷ প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে থাকে ৷ বনকর্মীদের মতে, শীতের সময় খাবার ও মিষ্টি জলের সন্ধানে সুন্দরবন লাগোয়া এলাকায় ঢুকে পড়ে বাঘ ৷ তবে তার জন্য বনকর্মী ও এলাকাবাসীরা সর্বদা সজাগ থাকেন ৷

পড়ুন: মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম মৌলি

কুলতলি, 20 ডিসেম্বর: কুলতলির গ্রামে বাঘের হানা ৷ বৃহস্পতিবার রাতে বাঘের হামালায় জখম এক যুবক ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ৷ আতঙ্কে গ্রামবাসীরা ৷

কুলতলির মইপিট কোস্টাল থানা এলাকার ভুবনেশ্বরী অঞ্চলের পূর্ব দেবীপুরের ঘটনা ৷ স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নদীর পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আহত যুবক ৷ সেই সময়, পিছন দিক থেকে এসে তাঁর উপর অতর্কিত হামলা করে একটি বাঘ ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই যুবক ৷ আহত যুবকের নাম রাহুল হালদার ৷ রাতের অন্ধকারে প্রথমে তিনি কিছু বুঝতে পারেননি ৷ পরে বাড়ি ফিরে দেখেন পা ও পিঠ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে ৷ এরপর তাঁকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এদিকে, লোকালয়ে বাঘের হানার খবর পেয়ে বনকর্মীদের খবর দেন এলাকাবাসীরা ৷ বনদফতরের তরফে সারাদিন বাঘের সন্ধানে তল্লাশি চালানো হয় ৷ আগুন জ্বালিয়ে ও শব্দবাজি ফাটিয়ে তল্লাশি অভিযান চলে রাতেও ৷ বাঘটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হয় ৷ কিন্তু, এলাকাবাসীদের দাবি সেই বাঘ এখনও জঙ্গলে ফেরেনি । আতঙ্কিত গোটা গ্রাম ।

বনদফতর সূত্রে খবর, বনকর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত ৷ মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক থাকার প্রচার চালানো হচ্ছে ৷ পাশাপাশি, বাঘটির পায়ের ছাপ অনুসরণ করে তার উপর নজর রাখা হচ্ছে । বাঘটিকে যাতে দ্রুত জঙ্গলে পাঠানো যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে ৷

উল্লেখ্য, সুন্দরবন লাগোয়া এলাকায় লোকালয়ে বাঘের হানা নতুন কোনও বিষয় নয় ৷ প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে থাকে ৷ বনকর্মীদের মতে, শীতের সময় খাবার ও মিষ্টি জলের সন্ধানে সুন্দরবন লাগোয়া এলাকায় ঢুকে পড়ে বাঘ ৷ তবে তার জন্য বনকর্মী ও এলাকাবাসীরা সর্বদা সজাগ থাকেন ৷

পড়ুন: মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম মৌলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.