সকাল দশটা বাজতেই বাজার বন্ধ করতে পুলিশি টহল পূর্ব বর্ধমানে
🎬 Watch Now: Feature Video
কার্যত লকডাউনে প্রথম দিনেই বদলে গেল পূর্ব বর্ধমান জেলার ছবি । অন্যান্য রবিবারের সকাল থেকেই জেলার বাজারগুলিতে যেভাবে ভিড় উপচে পড়ে এদিন কার্যত সেই ছবি উধাও। সকাল দশটা বাজতে না বাজতেই জেলার বাজারগুলিতে শুরু হয় পুলিশি টহল। তারা দোকানদারদের দোকান বন্ধ করার নির্দেশ দিতে থাকেন। অন্যদিকে বর্ধমান পৌরসভার পক্ষ থেকেও বাজারগুলিতে কড়াকড়ি শুরু হয়েছে। দশটা বাজার সঙ্গে সঙ্গে বাজারগুলির গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। ক্রেতা-বিক্রেতা সকলকে বাজার থেকে বেরিয়ে যেতে অনুরোধ করা হচ্ছে । তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সকাল দশটার পরে কেউ যদি বাজার থেকে বেরিয়ে না যান তাহলে গেট বন্ধ করে দেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলায় যেভাবে করোনা সংক্রমনের হার বাড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তিত জেলা প্রশাসন। তাই আজ থেকে শুরু হওয়া কার্যত লকডাউনের সিদ্ধান্তকে ক্রেতা থেকে বিক্রেতা স্বাগত জানিয়েছেন।