পিসি-ভাইপো খুনের রাজনীতিতে নেমেছে, বিরোধীদের সতর্ক করলেন অর্জুন - বিরোধীদের সতর্কবার্তা অর্জুনের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 3, 2020, 6:14 PM IST

পিসি-ভাইপো মিলে রাজ্যে খুনের রাজনীতিতে নেমেছে ৷ রাজ্যের বিরোধী দলগুলিকে সতর্ক করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ৷ ক্যানিংয়ের সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, "ক্যানিংয়ে আমাদের সংগঠন নেই ৷ ওখানে ভাইপো ভার্সেস পিসি চলছে ৷" BJP সাংসদ আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা হয়েছে শাহজাহানের মতো ৷ তিনি কারাবন্দী ৷ ঔরঙ্গজেব দায়িত্ব নিয়ে নিয়েছে !" এরপরই অর্জুন সিং বলেন, "সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের সতর্ক থাকতে বলব ৷ তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে, মরছে সাধারণ মানুষ ৷ আর দোষ চাপাচ্ছে BJP-র উপরে, কখনও অন্য রাজনৈতিক দলের উপরে ৷" আগামী 6 নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর শ্যামনগরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন বলেও জানান ব্যারাকপুরের সাংসদ ৷ অর্জুনের মতে এই সাক্ষাৎকার অরাজনৈতিক ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.