অন্য বসন্ত পঞ্চমী দুর্গাপুরের ইসকনের মন্দিরে - রাধাকৃষ্ণের বিবাহ
🎬 Watch Now: Feature Video
আজ বসন্ত পঞ্চমী৷ গোটা বাংলা বাগদেবীর আরাধনায় ব্যস্ত, কিন্তু দুর্গাপুরের ইসকন মন্দিরে পুজোটা হয় একটু অন্যরকম৷ চতুর্ভুজা সরস্বতী দেবীর পুজো হয় এখানে৷ দেবীর হাতে রয়েছে বীণা, রুদ্রাক্ষ, বেদ এবং একহাতে বরাহ অর্থাৎ আশীর্বাদ । এছাড়াও রাধা-কৃষ্ণকে এক অন্যরূপে পূজা করা হয় আজকের দিনে । বসন্ত পঞ্চমীর এই তিথিতে ভান্ডিল অরণ্যে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল ৷ তাই আজ রাধিকার গাত্রহরিদ্রা সম্পন্ন হয়, তাকে হলুদ বস্ত্র দিয়ে সাজানো হয় বিবাহ সাজে । তার হাতে দেখা যায় বীণা । আজ রাধাকে গান্ধর্বিকা ও কৃষ্ণকে গিরিধর রূপে পূজা করা হয় ৷