"ভাঙড়ের সাংসদ মিমি, কী মনে হয় উনি আপনাদের ডাকে আসবেন ?" - mp
🎬 Watch Now: Feature Video
কথায় আছে, MP জিতলে আসে না । আপনাদের মনে হয় আপনাদের MP আসবে না ? MP-কে ডাকবেন তো বারবার ? সাংসদ হিসেবে আমার প্রথম কাজ হবে সোনারপুরের বিদ্যাধরপুর স্টেশনে রেল ওভার ব্রিজ বানানো । যে কোনও সমস্যায় মিমি চক্রবর্তী । আপনোদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের বন্ধু । আপনাদের জন্য আজ এই জায়গায় এসেছি। আপনাদের জন্য কাজ করব ।" ভাঙড়ের কাঁঠালিয়ায় দলীয় সভায় যোগ দিয়ে বললেন মিমি চক্রবর্তী।