"বাবা-মা জীবনের অনুপ্রেরণা", মন্ত্রী হওয়ার পর ETV ভারতের মুখোমুখি দেবশ্রী চৌধুরি - central minister

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 1, 2019, 6:22 PM IST

প্রচারের আলোয় কোনওদিনই তেমনভাবে ছিলেন না । কিছুদিন আগেও অনেকে জানতেন না রাজ্য BJP-র পাঁচজন সাধারণ সম্পাদকের অন্যতম তিনি । কলেজ জীবন থেকে ABVP-র সঙ্গে যুক্ত । বাবা-ই ছিলেন দেবশ্রীর অনুপ্রেরণা । রাজ্য রাজনীতিতে তাঁর নাম প্রথমবার চর্চায় এসেছিল 2006 সালে । তৎকালীন মন্ত্রী তথা RSP নেতা বিশ্বনাথ চৌধুরির গড়ে তাঁর বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন দেবশ্রী । 2014 সালের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর আসনে BJP-র প্রার্থী হয়েছিলেন । তবে সেবার তেমন কিছু করতে পারেননি । ইসলামপুরে দাড়িভিটে রাজেশ, তাপসের মৃত্যুর পর সেই নিয়ে আন্দোলনে নামেন । BJP-ও তাঁর উপর ভরসা রেখে 2019-এ রায়গঞ্জ থেকে টিকিট দেয় তাঁকে । বিপরীতে দুই হেভিওয়েট । গতবারের জয়ী মহম্মদ সেলিম ও কংগ্রেসের দীপা দাসমুন্সি । কিন্তু, জেতেন দেবশ্রী । 30 তারিখ অন্য সাংসদদের মতো পৌঁছান শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে । হলেন কেন্দ্রীয় মন্ত্রী । দেখুন ETV ভারতের মুখোমুখি হয়ে কী বললেন তিনি ...

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.