কোরোনায় গত 24 ঘণ্টায় দেশে মৃত 126 - corona infected
🎬 Watch Now: Feature Video
দিন দিন দেশের কোরোনা পরিস্থিত খারাপের দিকে এগোচ্ছে ৷ 31 জানুয়ারি কেরালায় প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় ৷ আজ 6 মে ৷ দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49391 হাজারে ৷ মোট মৃতের সংখ্যা 1694 ৷ গত 24 ঘণ্টায় দেশজুড়ে 126 জন কোরোনা আক্রান্তের মৃত্যুর হয়েছে ৷ দেশের মধ্যে সব থেকে বেশি মানুষ আক্রান্ত মহারাষ্ট্রে ৷ এখন পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 15,525 ৷