Communal Harmony : সফিকুল-নুরদের কাঁধে পবিত্র রবিদাসের শবদেহ, সম্প্রীতির অনন্য নজির সামশেরগঞ্জে - সম্প্রীতির নজির সামশেরগঞ্জে
🎬 Watch Now: Feature Video
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৷ ক্যানসার আক্রান্ত পবিত্র রুইদাসের শবদেহ কাঁধে করে শেষকৃত্য সম্পন্ন করলেন প্রতিবেশী নুর-সফিকুলরা ৷ অসুস্থ অবস্থাতেও পবিত্র পাশে পেয়েছেন তাঁর প্রতিবেশীদের ৷ তাঁর শেষযাত্রাতেও নিজেদের দায়িত্ব ভোলেননি সামশেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রামে মানুষজন ৷