ETV Bharat / technology

বন্ধ হচ্ছে BSNL-এর পরিষেবা, কীভাবে 4জি সুবিধা পেতে পারেন - 3G SERVICES CLOSE

বিএসএনএল তার একটি পরিষেবা বন্ধ করতে চলছে ৷ শীঘ্রই চালু করতে চলেছে 4জি পরিশষেবা ৷ বিস্তারিত জানুন প্রতিবেদনে ৷

BSNL 4G Network
বিএসএনএল নতুন লোগো (ছবি BSNL)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 3, 2025, 5:33 PM IST

হায়দরাবাদ: রাষ্ট্রীয় টেলিকম সার্ভিস প্রোভাইডার BSNL গ্রাহকদের স্বার্থে বন্ধ করতে চলেছে 3জি সার্ভিস পরিষেবা । কোম্পানির এই সিদ্ধান্ত লক্ষাধিক ব্যবহারকারীকে প্রভাবিত করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোথায় এই পরিষেবা বন্ধ হচ্ছে ৷ তবে নতুন 4 জি পরিষেবা শীঘ্রই চালু হবে ৷

মার্চের মধ্যে 75টি শহরে Vi-এর 5জি পরিষেবা, কমবে ডেটা খরচ

BSNL 3G পরিষেবা বন্ধ: সরকারি টেলিকম সংস্থা BSNL তার 3G পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ বিহারের রাজধানী পটনা-সহ বেশ কয়েকটি জেলায় 3G পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। প্রথম ধাপে, মতিহারি, কাটিহার, খাগরিয়া এবং মুঙ্গেরের মতো জেলাগুলিতে 3G স্থগিত করা হয়েছিল । এবার 15 জানুয়ারি অর্থাৎ সংক্রান্তির দিন থেকে পটনা এবং অন্যান্য জেলাগুলিতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এই পরিষেবা।

BSNL 3G পরিষেবা বন্ধ হলে, যে সমস্ত গ্রাহকরা 3G সিম কার্ড ব্যবহার করছেন তাঁরাও সমস্যায় পড়তে পারেন ৷ এই পরিষেবাগুলি বন্ধ হলে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেটে 3জি ডেটা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র কল এবং এসএমএস করতে পারবেন। এই প্রসঙ্গেই বিএসএনএল-এর তরফে জানানো হয়েছে, বিহারে 4জি নেটওয়ার্ক আপডেট করা হয়েছে। তাই 3G পরিষেবা বন্ধ করা হচ্ছে । গ্রাহকদের স্বার্থে কোম্পানিটি 4G নেটওয়ার্ক আপগ্রেড করার এবং এই বছর সারা দেশে 5G পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে ৷

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, এই প্রসঙ্গেই BSNL-এর চিফ জেনেরেল ম্যানেজার আরকে চৌধুরী বলেন, "ইতিমধ্যেই বিএসএনএল 4জি পরিষেবা চালু করতে চলেছে ৷ তাই 3জি সার্ভিস পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে ৷ ইতিমধ্যে একাধিক জেলায় 4জি পরিষেবা শুরু হয়ে গিয়েছে ৷"

BSNL 3G সিম ব্যবহারকারীরা ডেটা পেতে চাইলে তাঁদের সিম কার্ড পরিবর্তন করতে হবে ৷ তাদের জন্য কোম্পানি বিনা খরচে 3G সিমের পরিবর্তে 4G সিম কার্ড দেবে । ভবিষ্যতে এই সিম কার্ডে 5G ডেটা কাজ করবে। যাদের কাছে ইতিমধ্যেই 3G সিম রয়েছে তাঁরা BSNL অফিস থেকে 4 জি সিমকার্ড নিতে পারেন । পরিচয়পত্রে প্রমাণ দিয়ে নিতে হবে 4 জি সিমকার্ড ৷ পটনা ছাড়াও, কোম্পানিটি 15 জানুয়ারি থেকে দেশের অন্যান্য বেশ জায়গায় তাদের 3G পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করবে।

বর্তমানে পাবলিক সেক্টর টেলিকম কোম্পানি BSNL এর গ্রাহকের সংখ্যা ক্রমশ বাড়ছে । এর কারণ বেসরকারি টেলিকম সংস্থাগুলির ব্যয়বহুল রিচার্জ প্ল্যান। বেসরকারি সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম কয়েকগুণ বাড়িয়েছে। এই ফলে, অসুবিধার সম্মুখীন ব্যবহারকারীরা বিএসএনএল পরিষেবা বেছে নিচ্ছেন।

নিউ ইয়ার অফার! মিলবে 200 দিনের বৈধতা ও আনলিমিটেড 5G ডেটা

হায়দরাবাদ: রাষ্ট্রীয় টেলিকম সার্ভিস প্রোভাইডার BSNL গ্রাহকদের স্বার্থে বন্ধ করতে চলেছে 3জি সার্ভিস পরিষেবা । কোম্পানির এই সিদ্ধান্ত লক্ষাধিক ব্যবহারকারীকে প্রভাবিত করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোথায় এই পরিষেবা বন্ধ হচ্ছে ৷ তবে নতুন 4 জি পরিষেবা শীঘ্রই চালু হবে ৷

মার্চের মধ্যে 75টি শহরে Vi-এর 5জি পরিষেবা, কমবে ডেটা খরচ

BSNL 3G পরিষেবা বন্ধ: সরকারি টেলিকম সংস্থা BSNL তার 3G পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ বিহারের রাজধানী পটনা-সহ বেশ কয়েকটি জেলায় 3G পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। প্রথম ধাপে, মতিহারি, কাটিহার, খাগরিয়া এবং মুঙ্গেরের মতো জেলাগুলিতে 3G স্থগিত করা হয়েছিল । এবার 15 জানুয়ারি অর্থাৎ সংক্রান্তির দিন থেকে পটনা এবং অন্যান্য জেলাগুলিতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এই পরিষেবা।

BSNL 3G পরিষেবা বন্ধ হলে, যে সমস্ত গ্রাহকরা 3G সিম কার্ড ব্যবহার করছেন তাঁরাও সমস্যায় পড়তে পারেন ৷ এই পরিষেবাগুলি বন্ধ হলে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেটে 3জি ডেটা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র কল এবং এসএমএস করতে পারবেন। এই প্রসঙ্গেই বিএসএনএল-এর তরফে জানানো হয়েছে, বিহারে 4জি নেটওয়ার্ক আপডেট করা হয়েছে। তাই 3G পরিষেবা বন্ধ করা হচ্ছে । গ্রাহকদের স্বার্থে কোম্পানিটি 4G নেটওয়ার্ক আপগ্রেড করার এবং এই বছর সারা দেশে 5G পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে ৷

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, এই প্রসঙ্গেই BSNL-এর চিফ জেনেরেল ম্যানেজার আরকে চৌধুরী বলেন, "ইতিমধ্যেই বিএসএনএল 4জি পরিষেবা চালু করতে চলেছে ৷ তাই 3জি সার্ভিস পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে ৷ ইতিমধ্যে একাধিক জেলায় 4জি পরিষেবা শুরু হয়ে গিয়েছে ৷"

BSNL 3G সিম ব্যবহারকারীরা ডেটা পেতে চাইলে তাঁদের সিম কার্ড পরিবর্তন করতে হবে ৷ তাদের জন্য কোম্পানি বিনা খরচে 3G সিমের পরিবর্তে 4G সিম কার্ড দেবে । ভবিষ্যতে এই সিম কার্ডে 5G ডেটা কাজ করবে। যাদের কাছে ইতিমধ্যেই 3G সিম রয়েছে তাঁরা BSNL অফিস থেকে 4 জি সিমকার্ড নিতে পারেন । পরিচয়পত্রে প্রমাণ দিয়ে নিতে হবে 4 জি সিমকার্ড ৷ পটনা ছাড়াও, কোম্পানিটি 15 জানুয়ারি থেকে দেশের অন্যান্য বেশ জায়গায় তাদের 3G পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করবে।

বর্তমানে পাবলিক সেক্টর টেলিকম কোম্পানি BSNL এর গ্রাহকের সংখ্যা ক্রমশ বাড়ছে । এর কারণ বেসরকারি টেলিকম সংস্থাগুলির ব্যয়বহুল রিচার্জ প্ল্যান। বেসরকারি সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম কয়েকগুণ বাড়িয়েছে। এই ফলে, অসুবিধার সম্মুখীন ব্যবহারকারীরা বিএসএনএল পরিষেবা বেছে নিচ্ছেন।

নিউ ইয়ার অফার! মিলবে 200 দিনের বৈধতা ও আনলিমিটেড 5G ডেটা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.