কেরালায় 22 ইঞ্চির দৈত্য়াকার ঢেঁড়শ - green chilis
🎬 Watch Now: Feature Video
কেরালার পাট্টাম্বির পালাকাড্ডায় দৈত্যকার ঢেঁড়শ দেখে সবাই চমকে গিয়েছেন ৷ পাট্টাম্বির নিম্মি টম এবং জিমি ম্যথিইউ তাঁদের বাগানে এই আশ্চর্য কাণ্ড ঘটিয়েছেন ৷ ঢেঁড়শটি দৈর্ঘ্য়ে 22 ইঞ্চি ৷ এই দম্পত্তি পেশায় শিক্ষক ৷ শুধুমাত্র দৈত্যাকার ঢেঁড়শই নয়, তাঁদের বাগানে তাঁরা টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর, লঙ্কাও উৎপাদন করেছেন ৷ অনেকে তাঁদের বাগানে এই বড় মাপের ঢেঁড়শ এবং বড় মাপের ফল দেখতে ভিড় জমাচ্ছেন ৷