17 হাজার ফুট উচ্চতা, মাইনাস 20 ডিগ্রি তাপমাত্রা, লাদাখে পতাকা উত্তোলন ITBP জওয়ানদের - লাদাখে মাইনাস 20 ডিগ্রিতে পতাকা উত্তোলন ITBP জওয়ানদের
🎬 Watch Now: Feature Video
17 হাজার ফুট উচ্চতা । মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা । ভারী পোশাক আর অস্ত্র নিয়ে যেখানে ঠিকমতো দাঁড়িয়ে থাকা দায়, সেখানেই ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের জওয়ানরা কদম কদম বাড়িয়ে এগিয়ে চলেছেন সারিবদ্ধভাবে । উদ্দেশ্য, সাধারণতন্ত্র দিবসে দেশের পতাকা উত্তোলন । ভারত "মাতা কি জয়"-এ একদিকে যখন মুখরিত লাদাখ সীমান্ত, তখন সাদা বরফে পত পত করে উড়ছে তেরঙা ।
Last Updated : Jan 26, 2020, 1:58 PM IST