"যোগীজির রাজ্যে যে কোনও সময় গাড়ি পালটি খেতে পারে"
🎬 Watch Now: Feature Video
যোগীজির রাজ্যে যে কোনও মুহুর্তে গাড়ি পালটি খেতে পারে। হাথরসের গণধর্ষণের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কৈলাস বিজয়বর্গীয় ৷ আজ BJP নেতা বলেন, "অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, দ্রুত শাস্তি হবে ৷ মামলটিকে ফার্স্ট ট্র্যাক কোর্টে তোলা হচ্ছে ৷ একটু ধৈর্য্য ধরতে হবে ৷" এরপরই বিজয়বর্গীয়র মন্তব্য, "যোগীজি এখানকার CM ৷ আমি জানি যে ওঁর রাজ্যে যে কোনও সময় গাড়ি পালটি খেতে পারে ৷" যদিও BJP নেতা কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে অনেকেরই গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা মনে পড়ছে ৷
14 সেপ্টেম্বর গণধর্ষিতা হন হাথরসের যুবতি ৷ অভিযোগ, তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা হয় ৷ টানা 15 দিনের লড়াই শেষে গতকাল দিল্লিতে মৃত্যু হয় গণধর্ষিতার । হাথরসের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে দেশ । বিচার চেয়ে দিল্লির হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ভিম সেনা । বিজয় চকে বিক্ষোভ দেখায় মহিলা কংগ্রেস ।