Year Ending Celebration: বর্ষশেষের আনন্দের নতুন ডেস্টিনেশন, সংগ্রামীদের আলিপুর মিউজিয়ামেও উঠল দেদার সেলফি! - বিদায় 2022
🎬 Watch Now: Feature Video
বাঙালি হুজুকে ও ভ্রমণ প্রেমী ৷ তাই বছরের শেষে দিনে উৎসবে আনন্দে মাতবে কলকাতা তা জানাই ছিল ৷ শনিবার হলও তাই ৷ শহরের নানা পর্যটন স্থল, বিনোদন পার্কে এদিন উপচে পড়েছিল আম জনতার ভিড় ৷ স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে তৈরি হওয়া আলিপুর মিউজিয়ামও (Alipore Museum) এবছর যোগ হয়েছে সেই ডেস্টিনেশন তালিকায় ৷ উৎসব মুখর জনতাকে (Year Ending Celebration) এদিন সেখানে গিয়েও দেখা উচ্ছ্বাস প্রকাশ করে সেলফি প্রকাশ করতে ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST