FIFA World Cup 2022: কাতারের রেশ কলকাতায়, উন্মাদনা জাগাতে তৈরি বিশ্বকাপ মিষ্টি - উন্মাদনা জাগাতে তৈরি বিশ্বকাপ মিষ্টি
🎬 Watch Now: Feature Video
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল । ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে । কাতারে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফুটবলের গ্রেটেস্ট শো । তার আঁচ পৌঁছেছে কলকাতাতেও । বেদুইনের দেশের বিশ্বকাপের জ্বরে আক্রান্ত তিলোত্তমার ফুটবলপ্রেমীরা । সেই জোয়ারেই এবার গা-ভাসালো ভবানীপুরের ঐতিহ্যশালী মিষ্টির দোকান । সোনার কাপের লড়াই উদযাপনে এবার তৈরি হল একটা গোটা মিষ্টি । বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ক্ষীরে ভরা এই মিষ্টি দেবে নতুনত্বের স্বাদ (Kolkata celebrating FIFA World Cup 2022) ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST