KLO Chief Jeevan Singh: 'ডিসেম্বরের মধ্যে কামতাপুর রাজ্য হবে', নয়া দাবি জীবনের - said new kamtapur state

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 9, 2022, 8:18 AM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ডিসেম্বর মাসের মধ্যেই গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন হবে । মায়ানমারের গোপন ডেরা থেকে এমনই দাবি করলেন কেএলও প্রধান জীবন সিংহ (KLO Chief Jeevan Singhs Demand Separate State) । সেই ভিডিয়োতে তিনি জানান, 1949 সালের 28 অগাস্ট মার্জার এগ্রিমেন্ট (Merger Agreement) অনুযায়ী গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠনের উদ্যোগ নিয়েছেন । তার জন্য নরেন্দ্র মোদি ও ভারত সরকারকে ধন্যবাদ জানাই । আজকে গ্রেটার কোচবিহার বা কামতাপুরের মানুষ আশাবাদী যে ডিসেম্বর মাসের মধ্যেই গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন হবে । এক্ষেত্রে মমতা দিদির নেতৃত্ব পশ্চমবঙ্গ সরকারও সহযোগিতার হাত বাড়াবে । এই প্রার্থনা করি । যদিও এসব কথার কোনও গুরুত্ব নেই বলে মনে করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তিনি জানান, জঙ্গলে বসে এসব উলটোপালটা কথা বলার কোনও মানে হয় না ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.