মঙ্গলকোট, 1 জানুয়ারি: গরুপাচার মামলায় জেলে যাওয়ার আগে একাধিকবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল । কিন্তু, জেল থেকে বের হওয়ার পরে তার মুখে তৃণমূল কংগ্রেসের প্রশংসা শোনা গেলেও আশ্চর্যজনকভাবে তিনি বিজেপির বিরুদ্ধে একটা শব্দও প্রয়োগ করছেন না ।
মঙ্গলবার মঙ্গলকোটের সতীপীঠ ক্ষীরগ্রাম যোগাদ্যা মন্দিরে মেয়েকে সঙ্গে নিয়ে পুজো দিতে যান অনুব্রত মণ্ডল । গরুপাচার মামলায় তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি পুজো দিতে যাবেন বলে জানিয়েছিলেন । সেই মতো তিনি মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন । গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ভালো ফল হওয়ায় মঙ্গলকোটের মানুষকে সাধুবাদ জানান । শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনেও লিড বাড়বে বলে তিনি আশাবাদী ।
এদিন যোগাদ্যা মন্দিরে পুজো দিয়ে বের হওয়ার পরে অনুব্রত মণ্ডল বলেন, "আজ এখানে এসে খুব ভালো লাগল । মঙ্গলকোটের মানুষকে বলব মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন । মঙ্গলকোটের মাটি খুব শক্ত । চিন্তা করার দরকার নেই । বিধানসভাতে লিড আরও বাড়বে । মঙ্গলকোটের মানুষ অচলের (তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী) সঙ্গে আছে । আমার শরীর ভালো আছে । মায়ের কাছে দু'বছর আসিনি । মাকে বললাম রাজ্যের সকল মানুষকে ভালো রাখো । মঙ্গলকোটের মানুষকে ভালো রাখো । আমি, আমার মেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলে যেন ভালো থাকে, এই প্রার্থনা করেছি ।" তবে বিজেপিকে নিয়ে তিনি কোনও কথা বলতে চাননি ।