Howrah News : বাড়ির সামনে প্রস্রাব ! প্রতিবাদ করতেই লুঙ্গির ভাঁজ থেকে বেরল বন্দুক - বাড়ির সামনে প্রস্রাবের প্রতিবাদ করতেই বন্দুক উঁচিয়ে তাড়া
🎬 Watch Now: Feature Video
দিনেদুপুরে অন্যের বাড়ির সামনেই প্রস্রাব করছিল এক যুবক ৷ যা দেখে প্রতিবাদ করেন স্থানীয়রা ৷ আর তাতেই যুবকের লুঙ্গির ভাঁজ থেকে বেরল বন্দুক ৷ প্রতিবাদ করায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্থানীয়দের ভয় দেখাতে শুরু করে সে (howrah youth threatens with gun) ৷ পাশাপাশি বাড়ির মহিলাদের মারধরের অভিযোগও উঠেছে ৷ ঘটনাটি হাওড়া জেলার সাঁতরাগাছির ৷ মারপিটের ঘটনায় আহত হন দু'জন ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ ৷ যদিও আটক ব্যক্তির নাম প্রকাশ্যে আনা হয়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST