Doctor Advises: সবুজ বাজি কতটা সুরক্ষিত ? কী বলছেন চিকিৎসকরা - Doctor Advises Over Safety of

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 19, 2022, 9:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

দীপাবলির হল আলোর উৎসব, মিষ্টি মুখের পাশে পরিবার বা বন্ধুদের সঙ্গে বাজি ফাটানো দীপাবলির একটা অঙ্গ (Eco Friendly Crackers) । তবে পরিবেশ ও মানসিক স্বাস্থ্যের উপর নজর দিয়ে বেশ কিছু বছর ধরে শব্দবাজি বন্ধ করা হয় । তবে এবার শুধু শব্দবাজি নয়, কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে একাধিক নির্দেশ । সবুজ বাজি অর্থাৎ পরিবেশবান্ধব বাজি ছাড়া এবারে বন্ধ বাজি বিক্রি । তবে এই সবুজ বাজি ঠিক কতটা সুরক্ষিত ? সেবিষয়ে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক অভীক ঘোষ জানান, যে কোনও বাজি থেকেই একটা ধোঁয়া নির্গত হয় । যা সিওপিডি আক্রান্ত রোগীদের জন্য খারাপ । ফলে বহু বয়স্ক মানুষেরা বাড়ির বাইরে বেড়োতে ভয় পান । আর এই বাজিতে ধোঁয়া একদম হবে না তা নয়, অল্প হলেও ধোঁয়া নির্গত হবে। যদি দেখা যায় বিভিন্ন এলাকার ওই অল্প ধোঁয়াকে একসঙ্গে করলে পরিমাণটা বাড়বে।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.