New Year Eve at Digha: বছর শেষের দিনে দিঘাজুড়ে উৎসবের আমেজ, উপচে পড়ল ভিড় - দিঘা
🎬 Watch Now: Feature Video
শনিবার বছরের শেষ দিন ৷ কয়েক ঘণ্টা পরই শুরু হবে বর্ষবরণের উৎসব (New Year Eve) ৷ সেই উপলক্ষে সৈকতনগরী দিঘায় (Digha) নানা আয়োজন করা হয়েছে ৷ থাকছে বিনোদনের হরেক ব্যবস্থা ৷ সেসবের মজা নিতে হাজির পর্যটকরা ৷ বস্তুত, এদিন দিঘায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST