Droupadi Murmu: দ্রৌপদী মুর্মুর জয়ে আদিবাসীদের উৎসবের অংশীদার অগ্নিমিত্রা - আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল
🎬 Watch Now: Feature Video
দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে রাষ্ট্রপতির আসনে বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । গোটা দেশ জুড়ে আদিবাসী জনজাতি সমাজে খুশির হাওয়া । রানিগঞ্জের বাঁশড়াতে আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা মাদলের তালে কোমর দোলালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul) । তিনি বিকেলেই পৌঁছে যান বাঁশড়া এলাকায় । সেখানে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছিল আদিবাসীদের মধ্যে । অগ্নিমিত্রা পাল তাঁদের সঙ্গে সেই উৎসবে অংশ নেন । আদিবাসীদের মধ্যে মিষ্টি বিলি করেন । অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘আজ আমরা নারীরা খুব খুশি । বিশেষ করে আমি খুশি । কারণ, আমার ভোট আমি দ্রৌপদী মুর্মুকে দিয়েছিলাম ।’’
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST