Dilip Ghosh Slams Mamata Banerjee : মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, কটাক্ষ দিলীপ ঘোষের - বাবুল সুপ্রিয়কে কটাক্ষ দিলীপের
🎬 Watch Now: Feature Video
"মুখ্যমন্ত্রীর এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন । তাই রাজ্যের মানুষকে এখানকার গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন", একদিনে দু'জন কাউন্সিলরের মত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে একথা বলেন দিলীপ ঘোষ ৷ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে তিনি বলেন, "আমি ওনাকে (বাবুল সুপ্রিয়) জিজ্ঞাসা করতে চাই, সবে টুপি পরলেন ৷ লুঙ্গি কবে পরতে চলেছেন সেটা জানাবেন ।" তাঁর দাবি, বাবুল সুপ্রিয় হাতে-পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে আছেন । মন্ত্রিত্ব চাই, একটা গাড়ি চাই, এটাই এখন তাঁর জীবনের একমাত্র লক্ষ্য (BJP leader Dilip Ghosh slams CM Mamata Banerjee over Councillors Death) ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST