ETV Bharat / state

বাচ্চাদের বচসা থেকে ঝামেলা, পিটিয়ে খুন - raigunj

গ্রামের টিউবওয়েলের জল ব্যবহার নিয়ে বচসার শুরু । ভাবীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন এক ব্যক্তি ।

মৃত ব্যক্তি
author img

By

Published : May 9, 2019, 8:26 PM IST

রায়গঞ্জ, 9 মে : গ্রামের টিউবওয়েলের জল ব্যবহার করা নিয়ে বচসা । এর জেরে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে । ঘটনাটি উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পায়গাঁও গ্রামের ।

মৃত ব্যক্তির নাম শেখ ইজ়রায়েল (57) । গতকাল সন্ধ্যায় গ্রামের সরকারি টিউবওয়েলের জল নিয়ে এলাকার বাচ্চাদের মধ্যে বচসা বাধে । সেই বচসা মেটাতে গিয়ে ঝামেলা বাধে এলাকারই বাসিন্দা আফসি বিবি ও টেঙলু শেখের মধ্যে । টেঙলু আফসি বিবিকে মারধর করে । ভাবীকে বাঁচাতে এগিয়ে আসেন ইজ়রায়েল । সেই সময় টেঙলু তার দলবল নিয়ে লাঠি দিয়ে ইজ়রায়েলকে মারে । গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তাতেই মৃত্যু হয় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইজ়রায়েলের পরিবারের তরফে টেঙলু শেখ, বাতাসু শেখ, মাফেজ ও মাফিজুলসহ 18 জনের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

রায়গঞ্জ, 9 মে : গ্রামের টিউবওয়েলের জল ব্যবহার করা নিয়ে বচসা । এর জেরে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে । ঘটনাটি উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পায়গাঁও গ্রামের ।

মৃত ব্যক্তির নাম শেখ ইজ়রায়েল (57) । গতকাল সন্ধ্যায় গ্রামের সরকারি টিউবওয়েলের জল নিয়ে এলাকার বাচ্চাদের মধ্যে বচসা বাধে । সেই বচসা মেটাতে গিয়ে ঝামেলা বাধে এলাকারই বাসিন্দা আফসি বিবি ও টেঙলু শেখের মধ্যে । টেঙলু আফসি বিবিকে মারধর করে । ভাবীকে বাঁচাতে এগিয়ে আসেন ইজ়রায়েল । সেই সময় টেঙলু তার দলবল নিয়ে লাঠি দিয়ে ইজ়রায়েলকে মারে । গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হলে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তাতেই মৃত্যু হয় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইজ়রায়েলের পরিবারের তরফে টেঙলু শেখ, বাতাসু শেখ, মাফেজ ও মাফিজুলসহ 18 জনের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.