রায়গঞ্জ, 13মে : কোরোনা যোদ্ধাদের বারবার হেনস্থার মুখোমুখি হতে হয়েছে । তাঁদের হেনস্থা না করার জন্য সরকারের তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে । প্রয়োজনে কড়া ব্যবস্থা নেবে সরকার এই কথাও জানানো হয় । এইবার এই সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য অন্যরকম এক পদক্ষেপ করল রায়গঞ্জের মানুষ । ছবি এঁকে কোরোনা যোদ্ধাদের সম্মান জানালেন কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের মানুষ । সাধারণ মানুষকে স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার জন্য বার্তা দেন । রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া এলাকার কালীবাড়ি মোড়ের রাস্তায় ছবি এঁকে সম্মান জানানো হয়েছে ।
কোরোনা সংক্রমণ রুখতে সরকার থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচার করা হচ্ছে । মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং পুলিশ ও সাংবাদিকরা তাঁদের কাজ করে চলেছেন । অনেক সময় দেখা যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে ।
সাধারণ মানুষকে সচেতন করতে কর্ণজোড়া এলাকার কালীবাড়ি মোড়ের রাস্তায় ছবি আঁকা হয় । এইভাবেই কৃতজ্ঞতা জানাল কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েত ।
কমলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস জানিয়েছেন, বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে । ভারত-সহ এই রাজ্যও কোরোনা সংক্রমণে জর্জরিত । যাঁরা এই কোরোনা পরিস্থিতিতে যুদ্ধ করছে তাঁদের হেনস্থা না করা উচিত । এই যোদ্ধারা আমাদের জন্যই কাজ করে যাচ্ছেন । তাই এই যোদ্ধাদের ছবি এঁকে সন্মান জানানোর হয়েছে বলে জানান প্রশান্তবাবু ।