ETV Bharat / state

যুবসমাজকে মগজ ধোলাই করে দলে টানতেই বাংলা আশ্রয় নেয় দুই জঙ্গি, দাবি পুলিশের - WEST BENGAL POLICE

সম্প্রতি মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশের এসটিএফ ৷ সেই নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2024, 7:14 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: মগজ ধোলাই করে দলে টানা, এই কাজ করতেই পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছিল জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমের দুই সদস্য৷ মূলত, বাংলার যুব সমাজের একটা বড় অংশকে ভারত বিরোধী কাজে ব্যবহার করাই ছিল আব্বাস আলি এবং মিনারুল শেখ নামে ওই দু’জনের উদ্দেশ্য ৷ সেই কারণে তারা এই মগজ ধোলাইয়ের কাজ করত ৷ শুক্রবার এই কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ৷

অসম পুলিশের এসটিএফ-এর হাতে ওই দু’জন গ্রেফতার হয় সম্প্রতি ৷ তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল, সিমকার্ড এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয় । সেই নিয়েই এদিন সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ৷ সেখানেই তিনি জানান যে বাংলার যুব সমাজকে মগজ ধোলাই করে দলে টানাই এই জঙ্গিদের উদ্দেশ্য ছিল ৷

তিনি বলেন, ‘‘তাদের (ধৃত জঙ্গিদের) বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে এই রাজ্যে পাঠানো হয়েছিল । আমাদের সঙ্গে অসম পুলিশ যোগাযোগ করে । পরে অসম পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ-এর তল্লাশি অভিযানেই তাদের গ্রেফতার করা হয় ।’’

WEST BENGAL POLICE
ভবানী ভবন (নিজস্ব চিত্র)

সম্প্রতি অসম পুলিশ জানতে পারে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েকজন জঙ্গি পশ্চিমবঙ্গে আত্মগোপন করে রয়েছে । তার পরই অসম পুলিশের এসটিএফ-এর তরফ থেকে শুরু হয় বিশেষ অভিযান । এই অভিযানে জঙ্গি সন্দেহে এক যুবককে কেরালা থেকে গ্রেফতার করে অসম পুলিশ । তাকে জেরা করেই এই দু’জনের হদিশ পায় ৷ তার পর এই দু’জনকে গ্রেফতার করা হয় ৷

ভবানী ভবন সূত্রে খবর, প্রয়োজন হলে অসম পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই জঙ্গিকে এই রাজ্যের গোয়েন্দা বিভাগও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের অনুমান, এখনও বেশ কয়েকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা এই বাংলায় আত্মগোপন করে রয়েছে । সেই বিষয়ে এই দু’জন তথ্য দিতে পারে ৷

এদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যে বাড়ি থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়, সেই বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে এই রাজ্যের গোয়েন্দা বিভাগ ।

কলকাতা, 20 ডিসেম্বর: মগজ ধোলাই করে দলে টানা, এই কাজ করতেই পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছিল জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমের দুই সদস্য৷ মূলত, বাংলার যুব সমাজের একটা বড় অংশকে ভারত বিরোধী কাজে ব্যবহার করাই ছিল আব্বাস আলি এবং মিনারুল শেখ নামে ওই দু’জনের উদ্দেশ্য ৷ সেই কারণে তারা এই মগজ ধোলাইয়ের কাজ করত ৷ শুক্রবার এই কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ৷

অসম পুলিশের এসটিএফ-এর হাতে ওই দু’জন গ্রেফতার হয় সম্প্রতি ৷ তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল, সিমকার্ড এবং নথিপত্র বাজেয়াপ্ত করা হয় । সেই নিয়েই এদিন সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ৷ সেখানেই তিনি জানান যে বাংলার যুব সমাজকে মগজ ধোলাই করে দলে টানাই এই জঙ্গিদের উদ্দেশ্য ছিল ৷

তিনি বলেন, ‘‘তাদের (ধৃত জঙ্গিদের) বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে এই রাজ্যে পাঠানো হয়েছিল । আমাদের সঙ্গে অসম পুলিশ যোগাযোগ করে । পরে অসম পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ-এর তল্লাশি অভিযানেই তাদের গ্রেফতার করা হয় ।’’

WEST BENGAL POLICE
ভবানী ভবন (নিজস্ব চিত্র)

সম্প্রতি অসম পুলিশ জানতে পারে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েকজন জঙ্গি পশ্চিমবঙ্গে আত্মগোপন করে রয়েছে । তার পরই অসম পুলিশের এসটিএফ-এর তরফ থেকে শুরু হয় বিশেষ অভিযান । এই অভিযানে জঙ্গি সন্দেহে এক যুবককে কেরালা থেকে গ্রেফতার করে অসম পুলিশ । তাকে জেরা করেই এই দু’জনের হদিশ পায় ৷ তার পর এই দু’জনকে গ্রেফতার করা হয় ৷

ভবানী ভবন সূত্রে খবর, প্রয়োজন হলে অসম পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই জঙ্গিকে এই রাজ্যের গোয়েন্দা বিভাগও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের অনুমান, এখনও বেশ কয়েকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা এই বাংলায় আত্মগোপন করে রয়েছে । সেই বিষয়ে এই দু’জন তথ্য দিতে পারে ৷

এদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যে বাড়ি থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়, সেই বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে এই রাজ্যের গোয়েন্দা বিভাগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.