ETV Bharat / state

দমকল বিভাগের সাহায্য়ে পুজো মণ্ডপ স্য়ানিটাইজ়ড ইসলামপুরে - স্যানিটাইজ

দর্শনার্থীদের সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের কোরোনা বিধি যথাযথ পালনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ তবে, বিশাল এলাকা জুড়ে স্যানিটাইজ়েশন করা উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয় ৷ তাই পুলিশের সাহায্যে দমকলকে দিয়ে স্যানিটাইজ়েশনের কাজ করানো হয়েছে ৷

durga_puja_pandal_was_sanitaised_by_fire_briged_in_uttar_dinajpur
দমকল বিভাগের সাহায্য়ে পুজো মণ্ডপ স্য়ানিটাইজ ইসলামপুরে
author img

By

Published : Oct 23, 2020, 4:42 PM IST

রায়গঞ্জ, 23 অক্টোবর : উত্তর দিনাজপুরের পুজো মণ্ডপগুলিকে স্যানিটাইজ় করল ইসলামপুর পুলিশ ৷ ইসলামপুর দমকল বিভাগকে দিয়ে মণ্ডপগুলিকে স্যানিটাইজ় করানো হয় ৷ মণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রবেশের আগেই মণ্ডপগুলিকে স্যানিটাইজ় করা হয় ৷ লকডাউনের কারণে মণ্ডপের সামগ্রীগুলি গুদাম বন্দী ছিল ৷ ফলে সেগুলি থেকে সংক্রমণের আশঙ্কা থাকতে পারে বলেই এই স্যানিটাইজ়েশনের কাজ করা হয় ৷

এই গোটা কাজে ইসলামপুরের জেলা পুলিশ দমকল বিভাগকে সাহায্য় করে ৷ ইসলামপুর পুলিশ জেলার সুপার সচিন মক্কার জানিয়েছেন, পুজোয় দর্শনার্থীদের সুরক্ষিত রাখতেই এই উদ্য়োগ নেওয়া হয়েছে ৷ ইসলামপুরের সব পুজো উদ্য়োক্তাদের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের কোরোনা বিধি যথাযথ পালনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ তবে, বিশাল এলাকাজুড়ে স্যানিটাইজ়েশন করা উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয় ৷ তাই পুলিশের সাহায্যে দমকলকে দিয়ে স্যানিটাইজ়েশনের কাজ করানো হয়েছে ৷

durga_puja_pandal_was_sanitaised_by_fire_briged_in_uttar_dinajpur
দমকল বিভাগের সাহায্য়ে পুজো মণ্ডপ স্য়ানিটাইজ়ড ইসলামপুরে

এই উদ্য়োগকে স্বাগত জানিয়েছে জেলা প্রশাসনের আধিকারিক ও চিকিৎসক মহল ৷ তবে, পুজো মণ্ডপগুলি রোজ স্য়ানিটাইজ় করার পরামর্শ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ৷ এতে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমবে ৷

রায়গঞ্জ, 23 অক্টোবর : উত্তর দিনাজপুরের পুজো মণ্ডপগুলিকে স্যানিটাইজ় করল ইসলামপুর পুলিশ ৷ ইসলামপুর দমকল বিভাগকে দিয়ে মণ্ডপগুলিকে স্যানিটাইজ় করানো হয় ৷ মণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রবেশের আগেই মণ্ডপগুলিকে স্যানিটাইজ় করা হয় ৷ লকডাউনের কারণে মণ্ডপের সামগ্রীগুলি গুদাম বন্দী ছিল ৷ ফলে সেগুলি থেকে সংক্রমণের আশঙ্কা থাকতে পারে বলেই এই স্যানিটাইজ়েশনের কাজ করা হয় ৷

এই গোটা কাজে ইসলামপুরের জেলা পুলিশ দমকল বিভাগকে সাহায্য় করে ৷ ইসলামপুর পুলিশ জেলার সুপার সচিন মক্কার জানিয়েছেন, পুজোয় দর্শনার্থীদের সুরক্ষিত রাখতেই এই উদ্য়োগ নেওয়া হয়েছে ৷ ইসলামপুরের সব পুজো উদ্য়োক্তাদের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের কোরোনা বিধি যথাযথ পালনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ তবে, বিশাল এলাকাজুড়ে স্যানিটাইজ়েশন করা উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয় ৷ তাই পুলিশের সাহায্যে দমকলকে দিয়ে স্যানিটাইজ়েশনের কাজ করানো হয়েছে ৷

durga_puja_pandal_was_sanitaised_by_fire_briged_in_uttar_dinajpur
দমকল বিভাগের সাহায্য়ে পুজো মণ্ডপ স্য়ানিটাইজ়ড ইসলামপুরে

এই উদ্য়োগকে স্বাগত জানিয়েছে জেলা প্রশাসনের আধিকারিক ও চিকিৎসক মহল ৷ তবে, পুজো মণ্ডপগুলি রোজ স্য়ানিটাইজ় করার পরামর্শ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ৷ এতে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.