রায়গঞ্জ, 4 জানুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বাধল উত্তর দিনাজপুরে । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের নায়ারগছ গ্রামে । বিবাদ বাধে দুই ভাইয়ের মধ্যে। পরে তা হাতাহাতিতে পরিণত হয় । ঘটনার জেরে আহত হয় দুই পরিবারের মোট 10 জন । ঘটনাস্থানে উপস্থিত হয় পুলিশ । আহতদের ভরতি করা হয় দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে।
পরিবার সূত্রে জানা গেছে, চার ভাই কাশিমুদ্দিন, এজামুদ্দিন ও আশিমুদ্দিন সহ সকলের মধ্যে পৈতৃক 4 বিঘা জমির দখল নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই । আশিমুদ্দিনের অভিযোগ, কাশিমুদ্দিন তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নামে জমির রেজিষ্ট্রি করিয়ে নেয় । বিবাদ শুরু হয় এই নিয়েই । পরে জমির দখল নিয়ে বিবাদ থেকে সংঘর্ষ বাধে দুই ভাইয়ের মধ্যে । দুপক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায়।
সংঘর্ষের জেরে আহত হয় দুপক্ষের মোট 10 জন । ঘটনাস্থানে উপস্থিত হয় চোপড়া থানার পুলিশ । দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাদের ভরতি করা হয় এলাকার প্রাথমিক হাসপাতালে । পরে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ।