ETV Bharat / state

উঠোনে পিস্তল রেখে ঘুমোচ্ছিলেন যুবমোর্চা নেতা? গ্রেপ্তার করল পুলিশ - illegal arms

বাড়িতে বেআইনি অস্ত্র ও বোমা মজুত রাখার অভিযোগে BJP-র উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ।

ভক্ত কুমার রায়
author img

By

Published : Mar 10, 2019, 2:42 PM IST

রায়গঞ্জ, ১০ মার্চ : বাড়িতে বেআইনি অস্ত্র ও বোমা মজুত রাখার অভিযোগে BJP-র উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। গতরাতে উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতি ভক্ত কুমার রায়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি প্লাস্টিকের ব্যাগ ভরতি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হবে।

গতরাত দেড়টা নাগাদ পুলিশ ভক্ত কুমারের বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করে। সেইসময়ে সে নিজের ঘরেই ছিল। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভক্তকুমারকে। কেন তিনি এই অস্ত্র রেখেছিলেন তার তদন্ত শুরু হয়েছে।

BJP নেতা প্রদীপ সরকার বলেন, "গতকাল শুভেন্দু অধিকারী জেলায় এসেছিলেন। তারপরই গ্রেপ্তার করা হল ভক্তকে। এটা পুলিশ ও শাসকদলের চক্রান্ত।"

লোকসভা নির্বাচনের তৃণমূল এই চক্রান্ত করছে। একটা মানুষ কখনও উঠোনে পিস্তল রেখে ঘুমায় না। পুলিশ নাকি ভক্তের বাড়ির উঠোন থেকে পিস্তল উদ্ধার করেছে। আমরা ধৃতের নিঃশর্ত মুক্তি দাবি করছি। তাঁকে না ছাড়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

ভক্তকুমার বলেন, "পুলিশই আমার বাড়িতে পিস্তল ও বোমা রেখে আমাকে ফাঁসিয়েছে।"

রায়গঞ্জ, ১০ মার্চ : বাড়িতে বেআইনি অস্ত্র ও বোমা মজুত রাখার অভিযোগে BJP-র উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। গতরাতে উত্তর দিনাজপুর জেলা যুবমোর্চার সভাপতি ভক্ত কুমার রায়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও একটি প্লাস্টিকের ব্যাগ ভরতি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হবে।

গতরাত দেড়টা নাগাদ পুলিশ ভক্ত কুমারের বাড়ি থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করে। সেইসময়ে সে নিজের ঘরেই ছিল। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভক্তকুমারকে। কেন তিনি এই অস্ত্র রেখেছিলেন তার তদন্ত শুরু হয়েছে।

BJP নেতা প্রদীপ সরকার বলেন, "গতকাল শুভেন্দু অধিকারী জেলায় এসেছিলেন। তারপরই গ্রেপ্তার করা হল ভক্তকে। এটা পুলিশ ও শাসকদলের চক্রান্ত।"

লোকসভা নির্বাচনের তৃণমূল এই চক্রান্ত করছে। একটা মানুষ কখনও উঠোনে পিস্তল রেখে ঘুমায় না। পুলিশ নাকি ভক্তের বাড়ির উঠোন থেকে পিস্তল উদ্ধার করেছে। আমরা ধৃতের নিঃশর্ত মুক্তি দাবি করছি। তাঁকে না ছাড়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।"

ভক্তকুমার বলেন, "পুলিশই আমার বাড়িতে পিস্তল ও বোমা রেখে আমাকে ফাঁসিয়েছে।"

Intro:রায়গঞ্জ 8 জানুয়ারি:- উত্তর দিনাজপুর রায়গঞ্জ এ পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করল বামফ্রন্ট। এদিন সকাল থেকে বাম সমর্থক দেখে রাস্তায় দেখা না গেলেও সকাল আটটা নাগাদ পথে নামে তারা। রায়গঞ্জের পাবলিক বাস স্ট্যান্ড এলাকায় বেশ কিছু টোটো অটো গাড়ি আটকায় তারা। এরপরই সক্রিয় হয় পুলিশ। বন সমর্থকদের গাড়ি ঘোড়া আটকাতে বাধা দেয় তারা। এরপর বামেরা মিছিল বের করতে চাইলে তা আটকাতে চায় পুলিশ। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী বাধালাই মিছিলে। পুলিশের সঙ্গে সামান্য ধরা হয় বল সমর্থকদের।


Body:গতগ


Conclusion:হাফেজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.