বারাসত, 24 জুলাই: আজ মহানায়ক উত্তম কুমারের 43তম মৃত্যুবার্ষিকী । গোটা রাজ্যে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে । না থেকেও তিনি আপামর বাঙালির মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন । কলকাতার পাশ্ববর্তী উত্তর 24 পরগনা জেলার বারাসতে রয়েছে উত্তম কুমারের আদি বাড়ি । যেখানে ছোটবেলা কেটেছে তাঁর । শুধু কী তাই ! শুটিংয়ের ফাঁকে দাদা তরুণ কুমারকে সঙ্গে নিয়ে এসেও অধিকাংশ সময় এখানে কাটিয়ে গিয়েছেন । মহানায়কের মৃত্যুদিবসে তাঁর সেই ফেলে যাওয়া স্মৃতি আজও টাটকা ভাইপো অলককুমার চট্টোপাধ্যায়ের মনে । বারাসতের আদি বাড়িতে বসে মহানায়কের সেই স্মৃতি ফিরে দেখলেন তিনি ৷
বারাসত দক্ষিণপাড়ার শীতলাতলা রোডের বাড়িতেই দীর্ঘ কয়েক বছর কাটিয়ে গিয়েছেন উত্তম কুমার । পরিবার সূত্রে খবর, একসময় বারাসতের এই আদি বাড়ি থেকেই তিনি বিভিন্ন ছবির শুটিংয়ে যেতেন । শুটিংয়ে যাওয়ার আগে বাড়ির পাশে শীতলা মন্দিরে পুজোও দিতেন উত্তম কুমার । পুজো না দিয়ে কখনওই তিনি কোনও শুভ কাজে যেতেন না । শুটিং সেরে এসে এই বাড়িতেই অনেক সময় বিশ্রাম নিয়েছেন । পাত পেড়ে খেয়েছেন ৷ যে ঘরে তিনি থাকতেন, সেই শোওয়ার ঘর এখনও সযত্নে রেখেছেন পরিবারের সদস্যরা ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সবার সঙ্গে বাড়ির রান্নাঘরে বসে খাওয়া-দাওয়া করতেন উত্তম কুমার । এরপর তিনি কিছুক্ষণ আড্ডাও মারতেন পরিবারের সদস্যদের সঙ্গে । সেই পুরনো স্মৃতি আজও বিরজমান শীতলা রোডের বাড়িতে । ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে আগেকার দিনের বড় দরজা । সেই দরজা দিয়ে একটু এগোলেই মিলবে একটি ঘর । যে ঘরে উত্তম কুমার এসে দীর্ঘক্ষণ বিশ্রাম নিতেন ।
আরও পড়ুন: 'জ্যাঠা' উত্তম কুমারকে ঘিরে সব স্মৃতি আজও টাটকা কল্যাণী মণ্ডলের
বেশ কয়েক বছর এখানে কাটানোর পর তিনি ভবানীপুরে গিরিশ মুখার্জী রোডে চলে যান । এরপর সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন । তবে আদি বাড়ির কথা কোনও দিনও ভুলে যাননি মহানায়ক । সময় পেলেই মাঝেমধ্যে চলে আসতেন বারাসতের বাড়িতে । বাড়ির দেওয়ালে আজও টাঙানো উত্তম কুমারের একাধিক ছবি । মহানায়কের প্রয়াণ দিবসে পরিবারের সদস্যদের মন ভারাক্রান্ত ।
1980 সাল পর্যন্ত 33 বছরে বাংলা-হিন্দি মিলিয়ে প্রায় দু'শোরও বেশি ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার । অভিনয় জগতে তিনি এক আলাদা মাইলফলক গড়ে গিয়েছেন । যা ভাঙা কোনও তারকার পক্ষেই সম্ভব হয়নি । একাধিক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন মহানায়ক । যার মধ্যে সুচিত্রা সেনের সঙ্গে তাঁর জুটি ছিল সবচেয়ে জনপ্রিয় । সপ্তপদী, নায়ক, অগ্নিপরীক্ষা, পথে হল দেরি, সবার ওপরে, সাগরিকা, শাপমোচন, কাল তুমি আলেয়া, বন পলাশীর পদাবলী, সন্ন্যাসী রাজার মতো জনপ্রিয় ছবিতে অসাধারণ অভিনয় করে বাঙালির মণিকোঠায় আজও রাজ করছেন তিনি ।আজও তাঁর ছবিতে চোখ রাখে তরুণ প্রজন্ম । তাঁকে নিয়ে হয় গবেষণা ।