বিধাননগর, 18 জুন : মুখ্যমন্ত্রীর বিকৃত ছবিসহ কুরুচিকর মন্তব্যে ভরা চিঠি । বিধাননগর পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর অনিতা মণ্ডল গতকাল সন্ধেবেলা চিঠিটি পান । চিঠিতে প্রেরক হিসেবে রাজীব কিল্লা নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া গেছে । সেইসঙ্গে দু'টি মোবাইল নম্বরও রয়েছে । পুরো বিষয়টি জানিয়ে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানিয়েছেন অনিতা ।
বিধাননগর 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা বলেন, "আমি অভিযোগ করেছি বিধাননগর পূর্ব থানায় । তাদের পক্ষ থেকে বলা হয় বিধাননগর উত্তর থানায় এই সংক্রান্ত একটি কেস আগে থেকেই চলছে । এটাও বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেব ।" তাঁর প্রশ্ন ,"আগেও এই ঘটনা ঘটেছে । তাহলে পুলিশ কেন নড়েচড়ে বসছে না ? "
এর আগেও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের কাছেও এই ধরনের একটি চিঠি যায় । তিনি আরও বলেন, "আমাদের মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করার অধিকার কে দিয়েছে ? এর পিছনে কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে । নাহলে এই জিনিস হতে পারে না । " আজ মুখ্যমন্ত্রীর ডাকা কাউন্সিলর বৈঠকে এই বিষয়টি জানিয়েছেন অনিতা ।