ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর চিঠি বিধাননগরের কাউন্সিলরকে, অভিযোগ দায়ের - কুরুচিকর চিঠি

অপরূপা পোদ্দারের পর এবার মুখ্যমন্ত্রীর বিকৃত ছবিসহ কুরুচিকর মন্তব্যে ভরা চিঠি । গতকাল চিঠিটি পেয়েছেন বিধাননগর পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর অনিতা মণ্ডল ।

মমতা ব্যানার্জি
author img

By

Published : Jun 18, 2019, 10:48 PM IST

বিধাননগর, 18 জুন : মুখ্যমন্ত্রীর বিকৃত ছবিসহ কুরুচিকর মন্তব্যে ভরা চিঠি । বিধাননগর পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর অনিতা মণ্ডল গতকাল সন্ধেবেলা চিঠিটি পান । চিঠিতে প্রেরক হিসেবে রাজীব কিল্লা নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া গেছে । সেইসঙ্গে দু'টি মোবাইল নম্বরও রয়েছে । পুরো বিষয়টি জানিয়ে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানিয়েছেন অনিতা ।

বিধাননগর 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা বলেন, "আমি অভিযোগ করেছি বিধাননগর পূর্ব থানায় । তাদের পক্ষ থেকে বলা হয় বিধাননগর উত্তর থানায় এই সংক্রান্ত একটি কেস আগে থেকেই চলছে । এটাও বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেব ।" তাঁর প্রশ্ন ,"আগেও এই ঘটনা ঘটেছে । তাহলে পুলিশ কেন নড়েচড়ে বসছে না ? "

এর আগেও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের কাছেও এই ধরনের একটি চিঠি যায় । তিনি আরও বলেন, "আমাদের মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করার অধিকার কে দিয়েছে ? এর পিছনে কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে । নাহলে এই জিনিস হতে পারে না । " আজ মুখ্যমন্ত্রীর ডাকা কাউন্সিলর বৈঠকে এই বিষয়টি জানিয়েছেন অনিতা ।

বিধাননগর, 18 জুন : মুখ্যমন্ত্রীর বিকৃত ছবিসহ কুরুচিকর মন্তব্যে ভরা চিঠি । বিধাননগর পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর অনিতা মণ্ডল গতকাল সন্ধেবেলা চিঠিটি পান । চিঠিতে প্রেরক হিসেবে রাজীব কিল্লা নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া গেছে । সেইসঙ্গে দু'টি মোবাইল নম্বরও রয়েছে । পুরো বিষয়টি জানিয়ে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানিয়েছেন অনিতা ।

বিধাননগর 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা বলেন, "আমি অভিযোগ করেছি বিধাননগর পূর্ব থানায় । তাদের পক্ষ থেকে বলা হয় বিধাননগর উত্তর থানায় এই সংক্রান্ত একটি কেস আগে থেকেই চলছে । এটাও বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেব ।" তাঁর প্রশ্ন ,"আগেও এই ঘটনা ঘটেছে । তাহলে পুলিশ কেন নড়েচড়ে বসছে না ? "

এর আগেও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের কাছেও এই ধরনের একটি চিঠি যায় । তিনি আরও বলেন, "আমাদের মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করার অধিকার কে দিয়েছে ? এর পিছনে কোনও রাজনৈতিক দলের মদত রয়েছে । নাহলে এই জিনিস হতে পারে না । " আজ মুখ্যমন্ত্রীর ডাকা কাউন্সিলর বৈঠকে এই বিষয়টি জানিয়েছেন অনিতা ।

Intro:

বিধাননগর, ১৮জুন: অপরূপা পোদ্দারের পরে এবার মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর ছবি এবং লেখা চিঠি পেলেন বিধাননগরের পৌরপ্রতিনিধি অনিতা মন্ডল। তিনি ৩০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। গতকাল বিকেলে তিনি এই চিঠি পান বলে দাবি করেছেন। এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছেন বিধাননগর পূর্ব থানায়।


Body:অনিতা জানান গতকাল সন্ধ্যা বেলায় বাড়ি ফিরে একটি ইনল্যান্ড চিঠি পান। চিঠিটি খুলতেই তিনি দেখতে পান রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি দিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য লেখা। সেখানে চিঠি প্রেরক হিসাবে রাজীব কিল্লার নামক এক ব্যক্তির নাম উল্লেখ করা। এর পরেই বিষয়টা জানিয়ে বিধাননগর পূর্ব থানাতে অভিযোগ জানান তিনি।
Conclusion:


পুলিশের তরফ থেকে জানানো হয় এর আগেও এই ধরণের একটি মামলা বিধাননগর উত্তর থানায় এসেছিল। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই এই একই ধরণের চিঠি পান অপরূপা পোদ্দার। মুখ্যমন্ত্রীর ডাকা কাউন্সিলর বৈঠকে এই বিষয়টি জানান পৌরমাতা অনিতা মন্ডল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.