ETV Bharat / state

সায়ন্তন বসুর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ - nazat

বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ । তাঁর বিরুদ্ধে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয় ।

সায়ন্তন বসু (ফাইল ছবি)
author img

By

Published : May 17, 2019, 11:59 PM IST

Updated : May 18, 2019, 12:10 AM IST

ন্যাজাট, 17 মে : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে । অভিযোগ সন্দেশখালিতে সায়ন্তন টাকা বিলি করেছেন ও প্রচার করেছেন । স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয় ।

শেষ দফার নির্বাচনে গতরাত 10টা পর্যন্ত ছিল প্রচারের সময়সীমা । কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের তোয়াক্কা না করেই আজ সকালে বসিরহাটে BJP নেতা সজল মণ্ডলের বাড়ি যান BJP প্রার্থী সায়ন্তন বসু । তাঁকে দেখেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের অভিযোগ ভোটারদের প্রভাবিত করতেই উনি এলাকায় এসেছিলেন । সন্দেশখালি 1 নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি ও তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন । সেইসঙ্গে রিটার্নিং অফিসার ও BDO-র কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন ।

ভিডিয়োয় দেখুন

জিয়াউদ্দিন মোল্লা বলেন, "নির্বাচন কমিশনার ঘোষণা করে 16/05/2019 বৃহস্পতিবার রাত 10 ঘটিকায় প্রচার, জনসভা সবকিছু শেষ । কিন্তু বসিরহাট লোকসভার প্রার্থী সায়ন্তন বসু নির্বাচন বিধি ভঙ্গ করে, নির্বাচন কমিশনারকে বুড়ো আঙুল দেখিয়ে আবার 17 তারিখ শুক্রবার বেলা সাড়ে দশটার সময় সন্দেশখালি ন্যাজাটের রাজবাড়ি বাজার সংলগ্ন সজল মণ্ডলের বাড়িতে আসেন । এসে 50 থেকে 70 জনকে এক জায়গায় করে সেখানে প্রচার সারেন। প্রচার সেরে তাদের হাতে টাকা-পয়সা তুলে দেন। শান্তির পরিবেশ অশান্ত করে তোলেন ।"

ন্যাজাট, 17 মে : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে । অভিযোগ সন্দেশখালিতে সায়ন্তন টাকা বিলি করেছেন ও প্রচার করেছেন । স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয় ।

শেষ দফার নির্বাচনে গতরাত 10টা পর্যন্ত ছিল প্রচারের সময়সীমা । কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের তোয়াক্কা না করেই আজ সকালে বসিরহাটে BJP নেতা সজল মণ্ডলের বাড়ি যান BJP প্রার্থী সায়ন্তন বসু । তাঁকে দেখেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের অভিযোগ ভোটারদের প্রভাবিত করতেই উনি এলাকায় এসেছিলেন । সন্দেশখালি 1 নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি ও তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন । সেইসঙ্গে রিটার্নিং অফিসার ও BDO-র কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন ।

ভিডিয়োয় দেখুন

জিয়াউদ্দিন মোল্লা বলেন, "নির্বাচন কমিশনার ঘোষণা করে 16/05/2019 বৃহস্পতিবার রাত 10 ঘটিকায় প্রচার, জনসভা সবকিছু শেষ । কিন্তু বসিরহাট লোকসভার প্রার্থী সায়ন্তন বসু নির্বাচন বিধি ভঙ্গ করে, নির্বাচন কমিশনারকে বুড়ো আঙুল দেখিয়ে আবার 17 তারিখ শুক্রবার বেলা সাড়ে দশটার সময় সন্দেশখালি ন্যাজাটের রাজবাড়ি বাজার সংলগ্ন সজল মণ্ডলের বাড়িতে আসেন । এসে 50 থেকে 70 জনকে এক জায়গায় করে সেখানে প্রচার সারেন। প্রচার সেরে তাদের হাতে টাকা-পয়সা তুলে দেন। শান্তির পরিবেশ অশান্ত করে তোলেন ।"

Intro:ফের আগুন লাগল সোদপুর বাজারে পুড়ে ছাই হলো প্রায় কুড়িটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতির আশঙ্কা ঘটনাস্থলে দমকলের 33 এলাকায় চাঞ্চল্য


Body:ণতযমমম


Conclusion:মযরদদদদ
Last Updated : May 18, 2019, 12:10 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.