ETV Bharat / state

মদের দোকান খোলা যাবে না, পথে মহিলারা - Ashoknagar

অশোকনগর সেনডাঙার ঘোরকোন্ডা এলাকায় রাজ্য সরকার অনুমোদিত একটি মদের দোকান খোলার চেষ্টা করছেন এক ব্যবসায়ী। দোকান তৈরির কাজও শেষ হয়ে গেছে। অভিযোগ, দোকান চালু হওয়ার আগেই সেখানে রাতের অন্ধকারে মদ বিক্রি চলছে। যার প্রতিবাদে মাইক বেঁধে ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন প্রায় দেড়শো মহিলা। তাঁদের দাবি, এলাকায় মদের দোকান চালু হলে সুস্থ পরিবেশ নষ্ট হবে। এলাকায় স্কুল, স্বাস্থ্যকেন্দ্রের শান্তি বিঘ্নিত হবে।

rally
author img

By

Published : Feb 18, 2019, 3:55 AM IST

অশোকনগর, ১৮ ফেব্রুয়ারি : জনবহুল এলাকায় খোলা হবে সরকার অনুমোদিত মদের দোকান। যদিও সেই দোকান চালু হওয়ার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাতের অন্ধকারে মদ বিক্রি। উত্তর ২৪ পরগনার অশোকনগর সেনডাঙা এলাকায় প্রস্তাবিত সেই মদের দোকান বন্ধের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মহিলারা।

স্থানীয় সূত্র অনুযায়ী, অশোকনগর সেনডাঙার ঘোরকোন্ডা এলাকায় রাজ্য সরকার অনুমোদিত একটি মদের দোকান খোলার চেষ্টা করছেন এক ব্যবসায়ী। দোকান তৈরির কাজও শেষ হয়ে গেছে। অভিযোগ, দোকান চালু হওয়ার আগেই সেখানে রাতের অন্ধকারে মদ বিক্রি চলছে। যার প্রতিবাদে মাইক বেঁধে ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন প্রায় দেড়শো মহিলা। তাঁদের দাবি, এলাকায় মদের দোকান চালু হলে সুস্থ পরিবেশ নষ্ট হবে। এলাকায় স্কুল, স্বাস্থ্যকেন্দ্রের শান্তি বিঘ্নিত হবে।

প্রস্তাবিত ওই মদের দোকানের কাছেই স্কুল ও জনবসতি রয়েছে। এইরকম পরিবেশে ওই ব্যবসায়ী কী ভাবে মদের দোকানের লাইসেন্স পেলেন, সে বিষয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়দের দাবি উপেক্ষা করে মদের দোকান হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

অশোকনগর, ১৮ ফেব্রুয়ারি : জনবহুল এলাকায় খোলা হবে সরকার অনুমোদিত মদের দোকান। যদিও সেই দোকান চালু হওয়ার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাতের অন্ধকারে মদ বিক্রি। উত্তর ২৪ পরগনার অশোকনগর সেনডাঙা এলাকায় প্রস্তাবিত সেই মদের দোকান বন্ধের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মহিলারা।

স্থানীয় সূত্র অনুযায়ী, অশোকনগর সেনডাঙার ঘোরকোন্ডা এলাকায় রাজ্য সরকার অনুমোদিত একটি মদের দোকান খোলার চেষ্টা করছেন এক ব্যবসায়ী। দোকান তৈরির কাজও শেষ হয়ে গেছে। অভিযোগ, দোকান চালু হওয়ার আগেই সেখানে রাতের অন্ধকারে মদ বিক্রি চলছে। যার প্রতিবাদে মাইক বেঁধে ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন প্রায় দেড়শো মহিলা। তাঁদের দাবি, এলাকায় মদের দোকান চালু হলে সুস্থ পরিবেশ নষ্ট হবে। এলাকায় স্কুল, স্বাস্থ্যকেন্দ্রের শান্তি বিঘ্নিত হবে।

প্রস্তাবিত ওই মদের দোকানের কাছেই স্কুল ও জনবসতি রয়েছে। এইরকম পরিবেশে ওই ব্যবসায়ী কী ভাবে মদের দোকানের লাইসেন্স পেলেন, সে বিষয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয়দের দাবি উপেক্ষা করে মদের দোকান হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, excluding social. No access MENA. Access in Europe restricted to the following territories: Albania, Afghanistan, Armenia, Azerbaijan, Belarus, Bosnia, Bulgaria, Croatia, Czech Republic, Georgia, Hungary, Kazakhstan, Kosovo, Kyrgyzstan, Macedonia, Moldova, Montenegro, Poland, Romania, Russia, Serbia, Slovakia, Slovenia, Tajikistan, Turkmenistan, Ukraine and Uzbekistan.
Broadcast: Scheduled news bulletins only. Maximum use two minutes per match. Use within 24 hours.
Digital: Stand alone clips allowed: Maximum of two minutes per match and 3 minutes in total per day. Use within 24 hours. Territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies
No archive.
SHOTLIST: The Keepmoat Stadium, Doncaster, England, UK. 17th February 2019.
Doncaster Rovers (red and white) 0-2 Crystal Palace (yellow)
First half:
1. 00:00 GOAL FOR CRYSTAL PALACE - Jeffrey Schlupp collects the ball inside his own half, runs forward and his deflected strike beats Doncaster goalkeeper Marko Marosi in the 8th minute, 0-1
2. 00:18 Replay of Jeffrey Schlupp's goal
3. 00:25 GOAL FOR CRYSTAL PALACE - Max Meyer heads in from the close range after being picked out by Andros Townsend in the 45+2nd minute, 0-2
Second half:
4. 00:44 Replay of Max Meyer's goal
5. 00:53 Crystal Palace manager Roy Hodgson celebrates
SOURCE: IMG Media
DURATION: 01:00
STORYLINE:
Crystal Palace eased into the FA (Football Association) Cup quarter-finals with a 2-0 victory at third tier side Doncaster Rovers on Sunday.
First half goals from Jeffrey Schlupp and Max Meyer sealed victory for the English Premier League outfit.
Schlupp collected the ball inside his own half and accelerated forward before his low eighth minute shot took a slight deflection off Doncaster defender Paul Downing on its way in.
Meyer then headed in on the stroke of half-time, after Andros Townsend picked out the 23-year-old with a header across the box.
Doncaster, who aimed to reach the quarter-finals of the FA Cup for the first time in their history, failed to respond after the interval as Palace ran out comfortable victors.
Roy Hodgson's side join Watford, Brighton, Millwall, Manchester City, Wolves and Swansea in the last eight.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.