নৈহাটি, ৩০ এপ্রিল : নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল নৈহাটি। গতকাল নৈহাটির মালঞ্চ এলাকায় নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে হামলায় জখম হয় এক BJP কর্মী। অপরদিকে গতকালই নৈহাটির আম্রপল্লিতে এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানো হয়। দুটি ঘটনায় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
গতরাতে নৈহাটির মালঞ্চ এলাকায় শিবনাথ মাহাত নামে এক BJP কর্মী নির্বাচনী প্রচারের জন্য দলীয় পতাকা লাগিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেইসময় পিছন থেকে একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
গতরাতে নৈহাটির আম্রপল্লিতে তৃণমূল নেতা ভীম দাসের বাড়িতে একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে বোমাবাজি করে। দুই রাউন্ড গুলি চালায়। কেউ জখম না হলেও বোমাবাজিতে বাড়ির জানালার কাচ ভেঙেছে। ভীম দাসের পরিবারের দাবি, তারা তৃণমূল করে, তাই BJP-র লোকজন হামলা চালিয়েছে।
নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, "বাড়ি থেকে কোনও তৃণমূল কর্মী যাতে বের হতে না পারে তাই BJP-র বহিরাগত দুষ্কৃতীরা এসব করছে। BJP-র ওই বহিরাগতদের মোকাবিলা করতে তৃণমূলের আধ ঘণ্টাও লাগবে না। কিন্তু আমরা সেটা করব না। কারণ এটা মমতা ব্যানার্জির দল। তিনি বদলা নয়, বদল চান। ২০১১ সালের পর থেকে নৈহাটিতে শান্তি বিরাজ করছে। অনেকদিন পর নৈহাটির মানুষ বোমের আওয়াজ শুনল।"